শাসক বিরোধীর মধ্যে প্রবল তর্কাতর্কির মাঝেই বিধানসভায় পাশ হল ‘অপরাজিতা উইমেন চাইল্ড’ (Aparajita Woman and Child Bill) বিল। মঙ্গলবার বিধানসভায় ‘অপরাজিতা উইমেন চাইল্ড’ বিল নিয়ে আইনমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে প্রবল তর্কাতর্কি হয়।
বাংলায় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে বারবার স্লোগান তোলে বিজেপি। এদিকে পাল্টা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪ পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটিই হল দেশের প্রথম ধর্ষণ বিরোধী বি। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে এই বিল পেশ করা হয়। ঐতিহাসিক ও মডেল বিলের বাইরে এই বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করানো হোক গোটা দেশের জন্য।
বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘অপরাজিতা মহিলা ও শিশু বিল (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন ও সংশোধনী) বিল ২০২৪’ শিরোনামে এই আইনটির লক্ষ্য ধর্ষণ ও যৌন অপরাধ সম্পর্কিত নতুন বিধানগুলি সংশোধন ও প্রবর্তনের মাধ্যমে মহিলা ও শিশুদের সুরক্ষা জোরদার করা।’ এই বিলে বলা রয়েছে, নির্যাতিতা কোমায় চলে গেলে বা মারা গেলে ১০ দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে ৩৬ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করার বিধান রয়েছে ।
West Bengal Legislative Assembly passes the anti-rape bill – The Aparajita Woman & Child (West Bengal Criminal Laws Amendment) Bill 2024. pic.twitter.com/gtsS9miqrf
— ANI (@ANI) September 3, 2024