১৫ মাস পর তিহাড় থেকে মুক্ত অনুব্রত-কন্যা

২০২৩ সালের ২৬ এপ্রিল গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মন্ডল। দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এতদিন তিহাড় জেলেই…

Anubrata’s daughter is released from Tihar

২০২৩ সালের ২৬ এপ্রিল গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মন্ডল। দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এতদিন তিহাড় জেলেই বন্দি ছিলেন তিনি। এর আগে অনেকবারই জামিনের জন্য আবেদন করেছিলেন অনুব্রত-কন্যা। কিন্তু লাভ হয়নি। তবে এবার দিল্লি হাই কোর্টে জামিন পেলেন সুকন্যা মন্ডল।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর প্রায় ১৫ মাস পরে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। প্রসঙ্গত, একই মামলায় সুকন্যার গ্রেফতারির প্রায় সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন তাঁর বাবা ও একসময়ের বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। ৩০ জুলাই গরু পাচার মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল।

   

সেসময় সিবিআইয়ের মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেও ইডির মামলায় জামিন মেলেনি তাঁর। ফলে জেলবন্দি জীবন এখনও ঘোচেনি অনুব্রত মণ্ডলের। তবে এবার তাঁর কন্যা জামিন পেলেও তিনি এখনও তিহাড় জেলেই বন্দি রয়েছেন।