HomeWest BengalKolkata Cityআইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যে রমরমিয়ে চলছে পোষ্য বিক্রি, উদ্বিগ্ন হাইকোর্ট

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যে রমরমিয়ে চলছে পোষ্য বিক্রি, উদ্বিগ্ন হাইকোর্ট

- Advertisement -

রাজ্যে রমরমিয়ে চলছে পোষ্য ব্যবসা। আইন রয়েছে। অথচ সেই আইনকে থোরাই কেয়ার। নিয়ম-অনিয়মে রাজ্যে বাজারের শাক সবজির মতো রমরমিয়ে পোষ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে একটি পশুপ্রেমী সংগঠন। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান শ্রীরামপুরের

   

মামলাকারী এক পশু প্রেমী সংগঠনের অভিযোগ, ২০১৭ সালে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট বা আইন এবং পরবর্তীতে ২০১৮ সালে ডগ ব্রিডিং, মার্কেটিং ও পেট রূল বা আইন চালু হয়েছে। কোনও ব্যক্তি বা বানিজ্যিক সংস্থা পোষ্য কেনা বেচা করলে এই আইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস সেন্টারের ফিতে কাটলেন ‘সুপারস্টার’ দেব, তোপ কুণালের

এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় কোনও নির্দেশ দেয়নি আদালত। আপাতত মিনিস্ট্রি অফ অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড ও রাজ্য সরকারকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে মামলার শুনানি হবে।

আরজি কর কাণ্ডে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, কী কী তথ্য দিলেন ধৃতের আইনজীবী

বিগত কয়েক বছর ধরেই আইনের তোয়াক্কা না করে রাজ্যজুড়ে রমরমিয়ে চলছে পোষ্য বেচা-কেনা। সব দেখেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ। মামলাকারী সংগঠনের দাবি, পোষ্য কেনাবেচার সঙ্গে জড়িত কোনও ব্যক্তি বা সংস্থার কোনও রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন ছাড়াই চলছে বিকিকিনি। ফলে কখনও কখনও ক্রেতার সামনে যেভাবে বা যে উপায়ে পোষ্যগুলিতে দেখানো হয় তাও ওই অবলা জীবগুলিকে অত্যাচার করা হয় বলে দাবি ওই সংগঠনটির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular