বৃষ্টির মধ্যে চিকিৎসক কর্মীদের সঙ্গে মানববন্ধনে সামিল আমজনতাও

আরজি কর কাণ্ডে (RG Kar Protest) দিকে দিকে উঠছে প্রতিবাদের ঝড়। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে পথে নামছে সমাজের সব শ্রেণীর মানুষ।…

আরজি কর কাণ্ডে (RG Kar Protest) দিকে দিকে উঠছে প্রতিবাদের ঝড়। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে পথে নামছে সমাজের সব শ্রেণীর মানুষ। রাত দখল থেকে শুরু করে মৌন মিছিল এমনকি আন্দোলনেও নেমেছে মানুষ। মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই এবার বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামতে দেখা গেল কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

তবে পথ আটকে নয়। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তার একদিক ধরে মানববন্ধন করে এবার অভিনব প্রতিবাদে শামিল হলেন তাঁরা। তবে এই মানববন্ধনে বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দেখা গেল বিভিন্ন বয়সি নানা পেশার অসংখ্য মানুষকে। সেখানে তাঁদের মুখে শুধু একটাই স্লোগান, ‘আমার স্বর, তোমার স্বর জাস্টিস ফর আরজি কর’।

   

পাটুলি থেকে উল্টোডাঙ্গা ও সমগ্র ইএম বাইপাসের একদিকে হাতে হাত ধরে এইভাবেই মানবপ্রাচীর তৈরি করলেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কলকাতার মানুষ দেখাল আমজনতার কাজ বিগ্নিত না করেও কীভাবে আন্দোলন করা যায়।