বিহারের ভোট পর্ব মিটলেই পশ্চিমবঙ্গকেন্দ্রিক কর্মকাণ্ডে মন দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, আগামী ডিসেম্বরে থেকেই বাংলায় শুরু হতে চলেছে তাঁর নিয়মিত সফর। মূল লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে অন্তত তিনবার রাজ্যে আসবেন অমিত শাহ। শুধু সাংগঠনিক বৈঠক বা জনসভা নয়, থাকবেন টানা তিন-চার দিন। আর সেই জন্যই নিউটাউনে খোঁজা হচ্ছে স্থায়ী থাকার জায়গা।
বর্তমানে কলকাতায় এলে নিউটাউনের একটি বেসরকারি হোটেলের ৩২ তলায় ওঠেন অমিত শাহ। সেখানেই তাঁর থাকার ব্যবস্থা হয়। তবে এবার সেই “ডেলি প্যাসেঞ্জারি” তিনি আর করতে চাইছেন না। ভোট যত ঘনিয়ে আসবে, তাঁর উপস্থিতি আরও প্রয়োজনীয় হয়ে উঠবে। ফলে নিউটাউনেই কোনও বড় ফ্ল্যাট বা গেস্ট হাউস নেওয়ার ভাবনা চলছে, যেখানে শুধু থাকার জায়গা নয়, তাঁর অফিসও স্থানান্তরিত করা সম্ভব হবে।
এছাড়া সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী, আধিকারিকদের জন্যও সেই বাড়িতে থাকার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই হোটেলের পরিবর্তে স্থায়ী ও নিরাপদ বিকল্প খোঁজা হচ্ছে। তবে উপযুক্ত বাড়ি বা গেস্ট হাউস না পেলে আবারও নিউটাউনের ওই হোটেলের কয়েকটি ফ্লোরই ভাড়া নেওয়া হতে পারে বিধানসভা নির্বাচন পর্যন্ত।
গত বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ রাজ্যে নিয়মিত আসতেন। কলকাতা ও জেলাগুলিতে একাধিক রোড শো, জনসভা এবং সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় প্রতিবার দিল্লি থেকে যাতায়াত করতে হত তাঁকে। এবার সেই ধকল না নিয়ে বাংলাতেই থাকতে চাইছেন তিনি। ফলে তাঁর দীর্ঘমেয়াদী থাকার পরিকল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ডিসেম্বর থেকে তাঁর সফর শুরু হলে রাজ্য বিজেপির সাংগঠনিক গতিবিধিও বেড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রতিবার বাংলায় এসে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। রাজ্য বিজেপির ভোট প্রস্তুতি, প্রচার কৌশল, সম্ভাব্য প্রার্থী তালিকা, অঞ্চলভিত্তিক ফিডব্যাকের কাজ এগিয়ে নিয়ে যাবেন নিজেই। ফলে তাঁর ঘন ঘন উপস্থিতি বিজেপির নিচু স্তরেও উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে।
বাংলার রাজনীতিতে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর এভাবে ঘন ঘন রাজ্যে এসে দীর্ঘদিন থাকার পরিকল্পনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। এর আগে এমনভাবে রাজ্যে থেকে নির্বাচনী কার্যকলাপ পরিচালনার নজির বিরল। তাই নিউটাউনে যদি সত্যিই অমিত শাহর জন্য একটি হোটেলের ফ্লোর বা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়, তাহলে তা ২০২৬ সালের নির্বাচনের আগে বিজেপির সংগঠনিক জোরদার প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ চিত্র হবে।
অমিত শাহর এই পরিকল্পনা থেকেই স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি। শুধু দিল্লি থেকে পরিচালনা নয়, বাংলায় থেকেই নির্বাচনী লড়াইয়ের নেতৃত্ব দিতে চান তিনি। তারই প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নিউটাউনের বুকে।