গতকালই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আর এই দুর্গাপুজোর আবহে ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । এবারে তিনি শুধুমাত্র রাজনৈতিক মঞ্চেই নয়, পা রাখবেন দুর্গোৎসবের মণ্ডপেও।
সূত্রের খবর অনুযায়ী, চতুর্থী অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার দুপুরের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবেন তিনি।এপরই তিনি কয়েকটি নামকরা পুজোর উদ্বোধনে অংশ নেবেন।
এই সফরের প্রথমেই অমিত শাহের অন্যতম গন্তব্য সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। কলকাতার উত্তরাঞ্চলের এই ঐতিহ্যবাহী পুজো বহু বছর ধরেই বিশাল আকারে অনুষ্ঠিত হয়। থিম ও উদ্ভাবনী শৈলীর জন্য এ পুজোকে ঘিরে মানুষের আগ্রহ সবসময়েই থাকে তুঙ্গে। জানা গিয়েছে, এ বছরও পুজোর থিম ও প্রতিমা বিশেষ চমকপ্রদ। সেই পুজো উদ্বোধনের মঞ্চেই উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আয়োজক কমিটি জানিয়েছে, অমিত শাহকে স্বাগত জানানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
অন্যদিকে, শহরের একেবারে প্রান্তে নিউ টাউনের ইজেড সিসি অর্থাৎ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজোতেও উদ্বোধনের কথা রয়েছে তাঁর। বিগত কয়েক বছর ধরে এই পুজোও আকারে ও জনপ্রিয়তায় যথেষ্ট বড় হয়ে উঠেছে। বিশেষ করে কর্পোরেট মহল ও প্রশাসনের অনেকেই এ পুজোয় হাজির থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এ বছরের উদ্বোধন নিঃসন্দেহে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
রাজ্য সফর নিয়ে বিজেপি সূত্রে জোর কৌতূহল তৈরি হয়েছে। মূলত উৎসবের মরশুমে দলের নেতা-কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা আরও বাড়াতেই এ সফরের পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষত লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।
তবে এ সফর শুধুমাত্র পুজো উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না বলে খবর। কলকাতায় পৌঁছনোর পর থেকেই অমিত শাহ একাধিক সাংগঠনিক বৈঠক করতে পারেন। দলের রাজ্যনেতাদের সঙ্গে তিনি বসে বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা করবেন বলেও সূত্রের খবর। এর ফলে, তাঁর সফরকে কেন্দ্র করে বিজেপির অন্দরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
