অমিত শাহের নির্দেশে SIR ইস্যুতে বিজেপির তিরঙ্গা যাত্রা প্রস্তুতি

কলকাতা: রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা SIR (Special Intensive Revision)। ভোটার তালিকা সংশোধনের এই কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যেই সারা দেশে চালু হয়েছে,…

Amit Shah Chairs Crucial Delhi Meet to Strategize Against TMC’s ‘SIR’ Campaign

কলকাতা: রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা SIR (Special Intensive Revision)। ভোটার তালিকা সংশোধনের এই কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যেই সারা দেশে চালু হয়েছে, বিহার সহ একাধিক রাজ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই SIR-কে ঘিরে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক টানাপোড়েন।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে বেছে বেছে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে ভাষা আন্দোলনের আবহে রাজ্যজুড়ে প্রচারে নেমেছে তৃণমূল। অন্যদিকে, পালটা রণনীতি তৈরি করছে বিজেপি।

   

এই প্রেক্ষিতেই দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, সেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি— SIR নিয়ে রাজ্যের প্রতিটি কোণায় বিজেপি-র অবস্থান ব্যাখ্যা করতে হবে। শুধু রাজনৈতিক ভাষণে নয়, প্রয়োজনে লিফলেট ছাপিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে, SIR আসলে কী, এবং কেন তা জরুরি।

বৈঠকে অমিত শাহ স্পষ্টভাবে বলেছেন, “তৃণমূল এই ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে। কিন্তু ভুল বা বিভ্রান্তিকর প্রচারের জবাব দিতে হবে তথ্য দিয়ে।” বৈঠকের পরেই রাজ্যের বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্তরে বৈঠক করে কর্মীদের প্রস্তুত করতে।

এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির তরফে রাজ্যজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু হবে। বিজেপির পরিকল্পনা— জাতীয় পতাকা ও সংবিধানের মূল চেতনার বার্তা দিয়ে সাধারণ মানুষের মন জয় করা।

Advertisements

দলীয় নেতৃত্ব মনে করছে, SIR ইস্যুতে রাজনৈতিক চাপে পড়েছে বিজেপি। তাই এখন আর প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক পথে হাঁটার বার্তা দিয়েছে দিল্লি। সাংসদদের মাঠে নামতে বলা হয়েছে, যাতে শাসক দলের প্রচারের মোকাবিলা করা যায়।

এছাড়াও, আগামী কয়েক সপ্তাহে একাধিক সাংবাদিক সম্মেলন, জনসভা, এবং ঘরে ঘরে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রত্যেক বিধানসভা এলাকায় দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় স্তরে রণনীতি তৈরি করা হচ্ছে।

তৃণমূল যেখানে SIR-কে “ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের বাদ দেওয়ার অস্ত্র” হিসেবে ব্যাখ্যা করছে, সেখানে বিজেপির দাবি, “SIR একটি প্রক্রিয়াগত পদক্ষেপ, যাতে ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ হয়।”

এইভাবে, বাংলার রাজনৈতিক ময়দানে আবারও মুখোমুখি তৃণমূল বনাম বিজেপি। এবার যুদ্ধের ইস্যু ভোটার তালিকা সংশোধন, যার পেছনে জাতি-ধর্ম এবং পরিচয় রাজনীতির বিস্তৃত ছায়া। SIR কে ঘিরে এই সংঘাত কতদূর গড়ায়, এবং জনগণ কোন পথে দাঁড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।