কলকাতা ২৬ সেপ্টেম্বর: গত রাতে শহরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Durga Puja 2025)। আজ দুপুরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিদর্শনে গেলেন তিনি। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাদের স্বাগত জানান প্রধান কর্মকর্তা বিজেপি নেতা সজল ঘোষ। পুজো মণ্ডপে পৌঁছেই মা দুর্গার আরাধনা করেন শাহ। এবং তার পরে নজর দেন এবারের পুজোর থিমে, যা পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের অবলম্বনে বানানো হয়েছে।
পুজোর শুভ উদ্বোধনের পরে থিমের জন্য বানানো অডিও ভিজ্যুয়াল ডকুমেন্টারী মন দিয়ে দেখেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর বক্তৃতা দিতে এলে প্রথমেই তিনি বাংলাবাসীদের দুর্গোৎসবের শুভকামনা জানান এবং নবরাত্রির মহিমা ব্যক্ত করেন। তারপরেই অমিত শাহ বলে ওঠেন আসন্ন নির্বাচনের কথা। পশ্চিমবঙ্গবাসীদের জন্য তিনি নতুন সরকার গড়ার বার্তা দেন পুজোর মঞ্চ থেকে দাঁড়িয়ে।
তিনি আরও বলেন বাংলায় বিজেপি সরকার এলে বাংলা আবার শস্য শ্যামলা হয়ে উঠেবে। বাংলার মানুষ দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন বলেও জানান অমিত শাহ। তিনি বলেন দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল সরকার যেভাবে দুর্নীতি করেছে তা অবিলম্বে শেষ হওয়া প্রয়োজন। তাই এই শুভ দুর্গোৎসবে মা দুর্গার আশীর্বাদ নিয়ে মানুষকে নতুন সরকার গড়ার কাজে এগিয়ে আসতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শেষে কলকাতায় দুর্য্যোগের বলিদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তবে তার এই উপস্থিতি এবং বক্তৃতা ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে রাজনৈতিক মহল। তাদের একাংশের মতে স্বরাষ্ট্রমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী তারা সব জায়গায় শুধু রাজনীতির কথাই বলেন। তারা আরও বলেন এটা পুজোর মঞ্চ এই মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি নির্বাচনের প্রসঙ্গ টানা সম্পূর্ণ অকিঞ্চিৎকর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় এলে যে কোনো মঞ্চে দাঁড়িয়ে শুধু রাজনৈতিক ভাষণ দেন এমনও মন্তব্য করেছেন অনেকে। আজকের মঞ্চ ছিল পুজোর মঞ্চ কিন্তু সেখানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন রাজনৈতিক ভাষা ব্যবহার করলেন তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরাও। তাদের মতে প্রত্যেক মঞ্চের আলাদা গুরুত্ব আছে।
WhatsApp-এ আসছে স্ট্যাটাস রি-শেয়ার ও ফরওয়ার্ড করার নতুন ফিচার
রাজনৈতিক মঞ্চ শুধু মাত্র রাজনৈতিক বক্তব্যের জন্যই। কিন্তু কোনো উৎসবের মঞ্চে রাজনীতির ভাষণ খুবই নিম্ন রুচির পরিচয়। তবে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানউতোর থাকবে। চলবে রাজনৈতিক তরজাও তবে নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে সর্বজনীন দুর্গোৎসব ভালো কাটুক এমনটাই প্রার্থনা করছেন বাংলার আপামর জনতা।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
