নিউজ ডেস্ক, কলকাতা: বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবারও। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে জারি থাকবে অস্বস্তি। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর।
গত কয়েকদিনের এক টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি। কলকাতা , দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান-সহ একাধিক জেলায় গত ৪৮ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলো জলমগ্ন। কোথাও হাঁটুসমান কোথাও কোমর সমান জল পেরিয়ে যাতায়াত। তবে দুর্যোগ খানিকটা কমলেও আজ শনিবার আবহাওয়ার বিশেষ বদল হবে না বলে জানিয়েছে আলিপুর আওয়া দপ্তর।
শনিবার কলকাতায় দিনভর থাকবে অস্বস্তিকর আবহাওয়া। এরই পাশাপাশি কলকাতা-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে।
তবে এরই মধ্যে স্বস্তির বাণীও শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে বিহারের দক্ষিণাংশের দিকে যেতে শুরু করেছে। যার জেরে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।