আগামী শনিবার দেশজুড়ে কর্মবিরতিতে(Doctors Protest) অংশগ্রহণ করার ডাক দিয়েছেন ন্যাশানাল আইএমএ-এর । শনিবার সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে অনির্দিষ্টকাল কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে রেসিডেন্ট ডক্টরস্ অ্যাসোসিয়েশনের।
মোদীর নিরাপত্তায় আছেন হাসিনা, বাংলাদেশ চাইবে মোস্ট ওয়ান্টেড ‘গণহত্যাকারী’কে
আগামী শনিবারের এই কর্মবিরতির ফলে চরম সমস্যার মুখে পড়তে পারেন অসংখ্য রোগী। আরজি কর কাণ্ডের প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্য থেকে দেশে। এই ঘটনার কঠোরতম শাস্তি চেয়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। বুধবার মেয়েদের রাত দখল করার অভিযানের সময় আরজি করের জরুরি বিভাগে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে আন্দোলনের ঝাঁঝ আরও বেড়ে যায়।
স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালেই হামলার ঘটনায় অভিযুক্ত ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশের তরফে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করা হয়। হামলার মুহূর্তের সে সব ছবিতে বেশ কয়েক জনকে লাল কালি দিয়ে চিহ্নিত করেছিল পুলিশ। তাঁদের সন্ধান দিতে বলা হয়েছিল। সেই ছবিগুলির সূত্র ধরেই আরও কয়েক জনকে আটক করা হয়ে থাকতে পারে।
আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী
এসইউসিআই নেতৃত্ব জানিয়েছে, আগামীকাল ১৬ অগস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা জনসাধারণের কাছে অনুরোধ করছি রাজ্য়ের সমস্ত জনসাধারণ ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘট পালন করুন। সমস্ত ক্লাব সহ যত রকমের সংগঠন রয়েছে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। আরজিকরে মাঝরাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই ১২ ঘণ্টার বনধের ডাক। অন্যদিকে শুভেন্দু অধিকারীও এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন।