বন্যা দুর্গতদের পাশে এবার কলকাতা পুরসংস্থার পুরপ্রতিনিধিরা, তুলে দিলেন এক মাসের বেতন

রাজ্যের বন্যা পরিস্থিতি দিয়ে উদ্বেগে প্রশাসন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বন্যা দুর্গতদের পাশে থাকতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভার পুরপ্রতিনিধিরা।…

রাজ্যের বন্যা পরিস্থিতি দিয়ে উদ্বেগে প্রশাসন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বন্যা দুর্গতদের পাশে থাকতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভার পুরপ্রতিনিধিরা। শাসক দলের পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধীরাও নিজেদের এক মাসের বেতন দান করেছেন অসহায় মানুষদের জন্য।

মেয়র ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পুরপ্রতিনিধিদের এক মাসের বেতনের অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেই টাকা দিয়ে সাহায্য করা হবে বন্যা কবলিত এলাকার মানুষদের। পুরসভার অধিবেশন চলাকালীন পুর প্রতিনিধি মুস্তাক আহমেদ এই প্রস্তাব আনেন। এরপর মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছুক কাউন্সিলরদের তাদের এক মাসের বেতন মেয়র রিলিফ ফান্ডে প্রদান করতে বলেন।

   

ফিরহাদ আরও জানান, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার এন্ড অ্যালোয়েড সার্ভিস এসোসিয়েশন ৫০০০০ টাকা বন্যা দুর্গত মানুষের সাহায্যে মেয়রের কাছে চেক দিয়েছেন। অন্যদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষদের। ভারী বৃষ্টির জেরে জলস্তর বাড়ার আশঙ্কায় ঘুম উড়েছে গৃহহীন মানুষদের।