ছিঁটে ফোঁটা বৃষ্টি নামছে বটে কিন্তু তাতে মন ভরছে না। আষাঢ় পড়লেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। ভ্যাপসা গরমকে জব্দ করতে বাংলায় কবে থেকে ঝমঝমিয়ে পড়বে বৃষ্টি? বর্ষার আগমন কবে থেকে? তা নিয়েই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অপিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আরও এগিয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের বীরভূম জেলার বিস্তীর্ণ অংশে ক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে।
আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পাকাপাকিভাবে প্রবেশ করতে পারবে। পরিস্থিতি খুবই অনুকূল। তারপরই লুকোচুরি বন্ধ করে বঙ্গে বর্ষা আসবে। ঝলসানো গরমের পর মনজুড়াবে চাতকের মত অপেক্ষাকৃত মানুষজনের।
আজ কি সস্তা হল পেট্রোল-ডিজেল? এক নজরে জেনে নেওয়া যাক দাম
শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপতত নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? প্রবল বৃষ্টির জেরে উত্তবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলির আবস্থা বিপর্যস্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার,. জলপাইগুড়িতে। রবিবার পর্যন্ত সেই বৃষ্টি চলবে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ২৩ জুনের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের রেশ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।