পুজোর উপহার, কলকাতা রুটে বাড়তি উড়ান এয়ার ইন্ডিয়ার, কোন কোন শহর থেকে?

দুয়ারে দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। আট থেকে আশি- আন্দে মাতবেন। এই সময় যে বাঙালি যেখানেই থাকুক না কেন, ঘরে ফিরবেই। তাঁদের কথা মাথায় রেখেই…

Day After Ahmedabad Crash, Air India Flight Makes Emergency Landing Following Bomb Threat

দুয়ারে দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। আট থেকে আশি- আন্দে মাতবেন। এই সময় যে বাঙালি যেখানেই থাকুক না কেন, ঘরে ফিরবেই। তাঁদের কথা মাথায় রেখেই পুজোর সময় অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ- দেশের চারটি বড় শহর থেকে কলকাতামুখী অতিরিক্ত বিমান চালানো হবে।

Advertisements

২০ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হচ্ছে। চলবে একমাস ব্যাপী। প্রতিদিন বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে উড়ান আসবে কলকাতায়। শুধু তাই নয়, ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বই-কলকাতা রুটে অতিরিক্ত বিমান চালানোর ঘোষণাও করেছে এয়ার ইন্ডিয়া। ইতিমধ্যে ১৫ অগস্ট থেকে দিল্লি-কলকাতা রুটে এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত বিমান চলাচল করছে।

   

সিবিআইয়ের মুখে কুলুপ! ‘নো কম্প্রোমাইস’ জুনিয়র চিকিৎসকদের, এবার কী পদক্ষেপ?

পুজোর সময় প্রতি বছরই অতিরিক্ত বিমান চালায় এয়ার ইন্ডিয়া। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, দিল্লি-কলকাতা রুটে সাপ্তাহিক ২৮টি উড়ানের বদলে ৩৫টি ফ্লাইট চলাচল করবে। এছাড়া, মুম্বই-কলকাতা রুটে সাপ্তাহিক ২১টির জায়গায় বাড়িয়ে ২৮টি বিমান চলাচল করবে। বিবৃতিতে উল্লেখ, যাত্রীদের সুবিধার্থেই উৎসবের সময়েই বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটেও নতুন বিমান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। গত ১ মে থেকে দিল্লি-দুবাই রুটে উড়ছে এয়ার ইন্ডিয়ার নতুন বিমান এ-৩৫০। এই নতুন এ-৩৫০ বিমান লন্ডন এবং নিউ ইয়র্ক রুটেও প্রতিদিন চালানো হবে বলে আগেই ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।