সপ্তাহের তৃতীয় দিনে চরম বিপাকে এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রীরা! মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল অবধি দেশীয় এবং আন্তর্জাতিক বিমান মিলিয়ে প্রায় বাতিল ৭০টি উড়ান। কিন্তু এইরকম হঠাৎ করে এমন কী ঘটল যে সপ্তাহের কাজের দিনে এত বিমান বাতিল হলো ? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, এয়ার ইন্ডিয়া বিমানের প্রায় তিনশো কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এ যেন একেবারে ‘গণঅসুস্থ’ হয়ে পড়ার মতো। প্রশ্ন উঠেছে এই গণঅসুস্থ হয়ে ওঠার পিছনে কি রয়েছে অন্য কারণ? সূত্র মারফৎ জানা গিয়েছে যে টাটা গোষ্ঠীর নতুন কাজের নিয়মের বিরোধীতার জন্যই এমন ঘটনা ঘটেছে। যাত্রীদের মধ্যে তুমুল ক্ষোভের দেখা গিয়েছে।
জানা গিয়েছে, সব মিলিয়ে ৭৯টি উড়ান বাতিল করতে হয়েছে। প্রায় ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানান, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাঁদের মোবাইল ফোনও। এ যেন এক আজব ঘটনা! একসঙ্গে এত লোকে অসুস্থ হয়ে পড়ে? এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, শেষ মুহূর্তে এভাবে এতজন কর্মী অনুপস্থিত হয়ে পড়ায় আর পরিস্থিতি সামলানো যায়নি।
একটি সূত্র দাবি করছে এই ঘটনা একরকমের বিক্ষোভ। টাটা গোষ্ঠীর সঙ্গে তাঁদের কর্মীদের মনোমালিন্যের জেরেই তাঁদের কর্মীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগেই কেবিন ক্রুদের একটি অংশের প্রতিনিধিত্বকারী এক ইউনিয়ন অভিযোগ করে, বিমান সংস্থাটিতে চূড়ান্ত অব্যবস্থাপনা রয়েছে। এবং কর্মীদের সঙ্গে আচরণেও সমতার অভাব রয়েছে। তবে এই ঘটনার ফলে প্রবল সমালোচনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া।