নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মদন মিত্র SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এর মাঝে তিনি বেড থেকে পড়ে গেছিলেন। তাঁর কাঁধের হাড় সরে যায়। অপারেশন করেই সেই আঘাত ঠিক করতে প্রস্তুতি নিলেন চিকিৎসকরা। বুধবার মদন মিত্রের অপারেশন হবার সম্ভাবনা। বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।
বেশ কিছুদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে ভর্তি হন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। নিউমোনিয়ার দোসর হয়ে হাড় ভেঙে যাওয়া। চিকিৎসকরা জানান, কামারহাটির বিধায়কের অস্ত্রোপচার করতে হবে। শরীর ঠিক থাকলে বুধবারই মদন মিত্রের অস্ত্রোপচার হবে বলে হাসপাতাল সূত্রে খবর। মদন মিত্র বর্তমানে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে এসএসকেএমের উডবার্ন ইউনিটে মিত্রকে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত তিনি যার জন্য চিকিৎসা চলছিল। এরপর বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং অবস্থার অবনতি হয়। এরপর হঠাৎ করে শুরু হয় খিঁচুনি। তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় সিসিইউ’তে। সিসিইউ’তে যাওয়ার সময় খিঁচুনিতে আচমকা তাঁর কাঁধের হাড় ভেঙে যায়। এরপর থেকেই সিসিইউ’তে রয়েছেন তৃণমূল বিধায়ক। বাইপ্যাপ সাপোর্ট দিতে হয় তাঁকে। আপাতত অক্সিজেনের মাত্রা স্থিতিশীল রয়েছে। শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।