আরজি কর-কাণ্ডের মাঝেই এবার ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। জানা গিয়েছে, আগামীকাল বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি (BJP)। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি বনধের ডাক দেওয়া হয়েছে। আজ নবান্ন অভিযানে ছাত্র সমাজের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবং তিলোত্তমার বিচারের দাবিতে এই বনধ ডাকা হয়েছে বলে খবর। আবার আগামীকালই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আগামীকাল ধর্মতলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিলোত্তমাকাণ্ডে আগামীকাল থেকে আরও লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ গেরুয়া শিবির। সব মিলিয়ে আজকের মতো আগামীকালও বাংলায় বড় কিছু ঘটার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কুণাল ঘোষের হুঁশিয়ারি, ‘আগামীকাল কোনও বনধ হবে না বাংলায়। এটা নবান্ন অভিযান নয়, সমাজ বিরোধীদের অভিযান। সিপিএমের ক্যাডাররা ঝামেলা করেছে, এখন জাস্টিস নয়, চেয়ার চাই ওদের।’ আরজি কর-এ ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে ছাত্রদের নবান্ন মিছিল শুরু হয় আজ মঙ্গলবার। মুখ্যমন্ত্রীর নবান্নের দিকে কলকাতার রাস্তায় মিছিল করছেন হাজার হাজার পড়ুয়া। তাদের হাতে ব্যানার-পোস্টার এবং শিক্ষার্থীরা ক্রমাগত স্লোগান দিচ্ছে। এই পদযাত্রাকে বেআইনি আখ্যা দিয়ে হাওড়া ব্রিজ বন্ধ করে দিয়েছে মমতা সরকার।
পুলিশ ১৯টি জায়গায় ব্যারিকেড দিয়েছে। মিছিল থামাতে ৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। নবান্ন হল পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়, যেখান থেকে রাজ্য সরকার কাজ করে। এই প্রতিবাদে ছাত্র সংগঠনটি বিক্ষোভ মিছিল করে সচিবালয় পর্যন্ত যাবে।