যত সময় এগোচ্ছে ততই ভয়াভ রূপ ধারণ করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)। আশঙ্কার প্রহর গুনছেন বাংলার সাধারণ মানুষজন। ইতিমধ্যে জায়গায় জায়গায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টির দাপট। তবে এবার এই রেমাল নিয়েই বিরাট আপডেট দিল আইএমডি (IMD), যা শুনলে পিলে চমকে যাবে আপনারও।
উত্তর বঙ্গোপসাগরে উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম এবং সাগর দ্বীপপুঞ্জের ২৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্বে অবস্থিত। ঘূর্ণিঝড় কেন্দ্রের ওপর দিয়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। উত্তর দিকে অগ্রসর হতে আরও ঘনীভূত হয়ে আজ মধ্যরাতের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টি, সেই সময়ে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১১০-১২০ কিলোমিটার অবধি পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জায়গায় জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেইসঙ্গে চলছে মাইকিং। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ সহ একাধিক উদ্ধারকারী দল। দিঘায় সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘রেমাল’ পর্যবেক্ষণে সুন্দরবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক প্রদীপ কুমার বলেন, “আমরা ঘূর্ণিঝড় রেমালের জন্য প্রস্তুত। আমরা ১৪ গ্রাম পঞ্চায়েত বিপর্যয় মোকাবিলা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গেও সমন্বয় রাখছি এবং আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। এনডিআরএফের একটি দল ইতিমধ্যে গোসাবা এলাকায় মোতায়েন করা হয়েছে এবং আরও অনেক স্কুল ভবন এবং ১০টি ফ্ল্যাট সেন্টারকে প্রস্তুত রাখা হয়েছে।’
South 24 Parganas, West Bengal | Pradip Kumar, Block Disaster Management Officer says, “We are ready for cyclone ‘Remal’. We are also coordinating with the 14-gram Panchayat disaster management control room and we are ready for any situation. One team of NDRF one team has already… pic.twitter.com/6gEW8aJfQx
— ANI (@ANI) May 26, 2024
#WATCH | South 24 Parganas, West Bengal | Control room set up in Sundarbans to monitor cyclone ‘Remal’.
As per IMD, cyclone ‘Remal’ is to intensify into a severe cyclonic storm in the next few hours and cross between Bangladesh and adjoining West Bengal coasts around May 26… pic.twitter.com/zFsLWxUBnV
— ANI (@ANI) May 26, 2024