রাখীবন্ধনের আগেই হাওড়া-সাঁতরাগাছি-শালিমারগামী বহু ট্রেন বাতিল, মাথায় হাত যাত্রীদের

সামনেই রয়েছে রাখীবন্ধন। আর এই উৎসবের আবহে সকলেরই নানারকম প্ল্যান হয়ে রয়েছে। কেউ যাবেন ঘুরতে তো আবার কেউ কেউ বাড়ি ফিরবেন ভিন রাজ্য থেকে। বেশিরভাগ…

সামনেই রয়েছে রাখীবন্ধন। আর এই উৎসবের আবহে সকলেরই নানারকম প্ল্যান হয়ে রয়েছে। কেউ যাবেন ঘুরতে তো আবার কেউ কেউ বাড়ি ফিরবেন ভিন রাজ্য থেকে। বেশিরভাগ মানুষই এখন ট্রেনে করে যাতায়াত করতে পছন্দ করে থাকেন। কিন্তু এই উৎসবের আবহে রেল যাত্রীদের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। আজ থেকে আগামী কয়েক দিন বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল। যার মধ্যে রয়েছে হাওড়া, শালিমারগামী ট্রেনও।

হাতেগোনা আর কয়েকটা দিন পরেই রয়েছে রাখীবন্ধন উৎসব। ফলে বাড়ি থেকে দূরে থাকা লোকেরা রাখীবন্ধনের দিন বাড়ি পৌঁছানোর জন্য ট্রেনের টিকিট বুক করছেন বা করার প্ল্যান করছেন। কিন্তু এখন সব প্ল্যান ও সব টিকিট বাতিল করতে হবে। রাখীবন্ধনের আগে আচমকাই এক ধাকায় ৫০টি ট্রেন বাতিল করে দিল ভারতীয় রেল।

   

ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। কিন্তু সেই যাত্রা তখনই কষ্টের হয়ে ওঠে যখন রেল ট্রেন বাতিল করে দেয়। এর জেরে বহু মানুষের পরিকল্পনা ভেস্তে যায়। সকলকে আবার ছুটি বাতিল করতে হবে। রেলওয়েতে প্রতিদিন রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের কাজ চলে। যার জেরে ট্রেন বাতিল করতে হচ্ছে রেলকে। বর্তমানে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের কয়েকটি স্টেশনে উন্নয়নের কাজ চলছে। যার জেরে বহু ট্রেন বাতিল করতে হবে রেলকে। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

০৮৭১১ ডোঙ্গারগড়-গোন্ডিয়া এমইএমইউ স্পেশাল ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ০৮৭১১ গোন্ডিয়া-ডোঙ্গারগড় এমইএমইউ স্পেশাল ১৬ থেকে ১৯ আগস্ট বাতিল করা হয়েছে।

০৮৭১৩ গোন্ডিয়া-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি এমইএমইউ স্পেশাল ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

০৮৭১৬ নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি-গোন্ডিয়া মেমু স্পেশাল ১৬ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত নেতাজি বাতিল করা হয়েছে।

১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস ১৬ ও ১৭ আগস্ট বাতিল করা হয়েছে।

১৮০২৯ এলটিটি-শালিমার এক্সপ্রেস ১৬ থেকে ১৯ আগস্ট বাতিল করা হয়েছে।

১২৮৭৯ এলটিটি-ভুবনেশ্বর এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল করা হয়েছে।

১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

২০৮২২ সালের সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল করা হয়েছে।

২০৮২১ পুনে-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ১৯ অগাস্ট বাতিল করা হয়েছে।

২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল করা হয়েছে।

২২৯০৫ ওখা-শালিমার এক্সপ্রেস ১৮ আগস্ট বাতিল করা হয়েছে।

২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস ২০ আগস্ট বাতিল করা হয়েছে।

২২৯৭৪ পুরী-গান্ধীধাম এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল করা হয়েছে।