ভোটপুজো মিটতেই ব্যস্ততা শুরু কুমোরটুলিতে, দুর্গা পুজোর রইল বাকি আর কতদিন

ভোটপুজো মিটতেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর(Durga Puja) প্রস্তুতি। যদিও এখন জুন মাসের শুরু হলেও বাঙালির মননে আগাম ঢাক বাজতে শুরু হয়ে গিয়েছে। এইবছর অক্টোবর মাসের…

durga puja

ভোটপুজো মিটতেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর(Durga Puja) প্রস্তুতি। যদিও এখন জুন মাসের শুরু হলেও বাঙালির মননে আগাম ঢাক বাজতে শুরু হয়ে গিয়েছে। এইবছর অক্টোবর মাসের শুরুতেই বাঙালির প্রাণের উৎসব। হাতে গুনে হিসেব করলে দেখা যাবে বাঙালির প্রিয় উৎসব আসতে বাকি আর ১২৫ দিন। আর এই আহবেই কুমোরটুলিতে শুরু হয়েছে ব্যস্তস্তা। কারণ বিদেশে পাড়ি দেবে এমন প্রতিমার সংখ্যা নেহাত কম নয়। সেই সঙ্গে স্থানীয় প্রতিমার বরাত পাওয়া তো আছেই। আর ভোট মিটতেই গ্রাম থেকে ফিরেছেন সব শিল্পীরা। শুরু হয়েছে মূর্তি গড়ার কাজ।

প্রসঙ্গত বাঙালির দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়ার পর বিদেশে বসবাসকারী প্রবাসী বাঙালির পুজোর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। কুমারটুলি থেকে এবার ১৬২ টি প্রতিমা বিদেশে যাচ্ছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রতিমার বরাত পেয়েছেন কুমারটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির সম্পাদক মিন্টু পাল। জানা গিয়েছে তিনি এবার একাই ২১ টা ফাইবারের প্রতিমার বরাত পেয়েছেন। আগে পাঠালে ঝক্কি কম। তাই ইতিমধ্যেই ৪টি প্রতিমা পাড়ি দিয়েছে বিদেশে। পাড়ি দিয়েছে কানাডার টরেন্টো, কানাডার ক্যালগেরি, মার্কিন যুক্তরাস্ট্রের টেক্সাস ও মার্কিন যুক্তরাস্ট্রের ফ্লোরিডায়।

   

আগামী ৩ থেকে ৬ দিনের মধ্যে বিদেশে পাড়ি দিতে চলেছে আরও দুটি মাতৃপ্রতিমা। এগুলি যাবে বার্লিনে এবং স্পেনে। জাহাজে প্রতিমা পৌঁছতে ৫০ থেকে ৫৫ দিন সময় লাগে। বন্দর থেকে সেই কন্টেনার কার্গো ইমিগ্রেশন থেকে ক্লিয়ার করালেই হয়ে গেল। প্রতিমা পৌঁছে গেলে প্রবাসী কমিটির কিছু আনুষঙ্গিক প্রস্তুতির কাজও বাকি থাকে। তাই দ্রুত প্রতিমা রেডি করে পাঠাতে হয় জুন মাসেই। তাই ভোটপুজোর পরে শুরু হয়েছে দুর্গা গড়ার কাজ।