আন্দোলনকারীদের চাপের কাছে নতিস্বীকার, ন্যাশনাল মেডিক্যালে এবার নতুন অধ্যক্ষ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতলে এক শিক্ষানবিশ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতাল থেকে অপসারিত হন অধ্যক্ষে সন্দীপ ঘোষ। সেখান থেকে তাঁকে ন্যাশনাল…

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতলে এক শিক্ষানবিশ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতাল থেকে অপসারিত হন অধ্যক্ষে সন্দীপ ঘোষ। সেখান থেকে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের (National Medical College) অধ্যক্ষপদে নিযুক্ত করা হয়। এই নিয়োগে তীব্র আপত্তি জানিয়েছিলেন চিকিৎসকও পড়ুয়ারা। আন্দোলনকারীরা জানিয়েছিলেন যে অবিলম্বে অধ্যক্ষ বদল করতে হবে স্বাস্থ্য দপ্তরকে। অবশেষে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পেল ন্যাশনাল মেডিকেল।

আন্দোলনের মুখে তাঁর কাজে যোগ দিতে পারেননি সন্দীপ। এছাড়া কলকাতা হাই কোর্ট রাজ্যকে নির্দেশ দেয় যে এই মুহূর্তে সন্দীপকে কোনও অধ্যক্ষপদের দায়িত্ব দেওয়া যাবে না। এরপর তাঁকে ছুটিতে পাঠানো সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সন্দীপের জায়গায় দায়িত্ব পেলেন কে? জানা গিয়েছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক শুভ্র মিত্রকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার এই কোথায় জানিয়েছে শিক্ষা দফতর।

   

আন্দোলনকারীদের চাপের কাছে নতিস্বীকার, ন্যাশনাল মেডিক্যালে এবার নতুন অধ্যক্ষ

শুভ্র মিত্রের আগে অধ্যক্ষের দায়িত্বে ছিলেন চিকিৎসক অজয় রায়। তবে এই মুহূর্তে ন্যাশনাল মেডিক্যালের চেস্ট বিভাগের শুভ্র মিত্র এই দায়িত্ব সামলাবেন। পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি এই পদে থাকবেন তিনি।

আরজি কর কাণ্ডের আঁচ কলকাতা পুরসভায়, ওয়াকআউট বিজেপির

আরজি করে মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনাটি ঘটেছিল সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন। এর পরেই প্রতিবাদ করে তাঁর অপসারণের দাবি জানান আন্দোলনকারী পড়ুয়ারা। অপসারিত না হলেও নিজেই পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। তবে সেই দিনই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ন্যাশনাল মেডিক্যালের চিকিৎসক পড়ুয়ারা। তাঁরা সাফ জানিয়ে দেন সন্দীপ ঘোষকে হাসপাতলে ঢুকতে দেবেন না তাঁরা।

বর্তমানে সিবিআইয়ের হাতে রয়েছে আরজি কর কাণ্ডের তদন্তভার। বার বার জেরার মুখে পড়ছেন সন্দীপ। তাঁর বাড়িতেও করা হয় তল্লাশি। এই ঘটনার পরে, অবশেষে নতুন ভারপ্রাপ্ত অন্ধ্যাক্ষ পেল ন্যাশনাল মেডিক্যাল।