কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর গার্ডেনরিচে TMC নেতার ছেলের রহস্যমৃত্যু

ইডি অভিযানে শনিবার কলকাতা (Ed raid Kolkata) বন্দর এলাকার গার্ডেনরিচে কোটি কোটি কালো টাকা (Black money) বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্ত মোবাইল গেম ব্যবসায়ী আমির খান পলাতক।…

ইডি অভিযানে শনিবার কলকাতা (Ed raid Kolkata) বন্দর এলাকার গার্ডেনরিচে কোটি কোটি কালো টাকা (Black money) বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্ত মোবাইল গেম ব্যবসায়ী আমির খান পলাতক। সে তৃণমূল কংগ্রেস (TMC)  ঘনিষ্ঠ বলেই অভিযোগ। এসবের মাঝে রবিবার ফের চাঞ্চল্য গার্ডেনরিচে। স্থানীয় তৃ়ণমূল কাউন্সিলরের ছেলের রহস্যময় মৃত্যু হলো।

Advertisements

কলকাতা পুরসভার গার্ডেনরিচ এলাকার ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীল। তাঁর ছেলে পিন্টু শীলের দেহ গলায় দড়ি দেওয়া অবস্থায় মিলেছে। শনিবার গভীর রাতে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে।

   

কী এমন ঘটনা যে ইডি অভিযানের পরেই কাউন্সিলর পুত্রের রহস্যমৃত্যু? সন্দেহ তীব্র। কারণ, শনিবার গার্ডেনরিচের শাহি আস্তাবলে ইডি অভিযান চলে। পলাতক ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে ১৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আর শনিবার গভীর রাতেই তৃণমূল কাউন্সিলরের পুত্রের রহস্যজনক মৃত্যু হয়।

জানা যাচ্ছে, রঞ্জিত শীল ১৫ নং বরো চেয়ারম্যান। তাঁর বড় ছেলে পিন্টু। প্রাথমিক তদন্তে উঠে আসছে, শনিবার গভীর রাতে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন পিন্টু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতেই পিন্টুকে গলায় দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তাঁর স্ত্রী ফোন করেন শ্বশুর রঞ্জিত শীলকে। কোনওরকমে পিন্টুকে নামিয়ে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল নেতা রঞ্জিত শীল জানান, ছেলের আচরণে কোনওরকম অস্বাভাবিকত্ব টের পাননি।