Loksabha election :টোকেন দেখালেই মুড়ি – ঘুগনি – বোঁদে! অনুব্রতহীন বীরভূমে ভোট দিলেই পুরস্কার

লোকসভা ভোটের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হতেই দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আজ সারা দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আর এই রাজ্যে…

লোকসভা ভোটের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হতেই দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আজ সারা দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আর এই রাজ্যে ৮টি কেন্দ্রে ভোট রয়েছে। আর সারা দেশে  ৯৬ আসনে ভোটগ্রহণ চলছে। আজ অনুব্রতহীন বীরভূমেভোট দিলেই মিলছে বিশেষ পুরস্কার। ভোট দিলেই প্লেটে পাওয়া যাচ্ছে গরমাগরম মুড়ি, ঘুগনি আর শেষ পাতে বোঁদে। ভোটের সকালে এই ছবিই দেখা গেল বীরভূমের দুবরাজপুরে।

প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা ভোটে বীরভূম জেলায় একমাত্র দুবরাজপুর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিল বিজেপি৷  সেই দুবরাজপুরের হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। সেই সঙ্গে তৃণমূলের অনুব্রত এখন জেল বন্দী, এই অবস্থায় তৃণমূলের কাছে কতটা চ্যালেঞ্জিং বীরভূমের ভোট, সেটা আগেই প্রথম সারির নেতাদের মুখে শোনা গিয়েছিল।

   

তবে ভোট দিলেই মুড়ি ঘুগনি খাওয়ানোর ঘটনায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিরোধীরা এই বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করানোর কথা বলেছে। শুধু তাই নয় কটাক্ষের সুরও শোনা গিয়েছে তাঁদের গলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের একটি বুথের কিছুটা দূরে ভোটের দিন সকাল থেকে দেখা মিলল একটি ঠেলা গাড়ির৷ তাতে রয়েছে রাজ্যের শাসকদলের পতাকা। সেখানেই সাজানো গামলায় ঘুগনি, মুড়ি আর বোঁদে।

ভোট দিয়ে এলেই তাঁদের হাতে একটা করে স্লিপ, সাদা কাগজের সেই স্লিপ রাখা হচ্ছে একটা ছোট বাক্সে। স্লিপে লেখা ‘দুবরাজপুর তৃণমূল কংগ্রেস’। তা দিলেই গরমাগরম মুড়ি-ঘুগনি-বোঁদে৷ এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই বেঁকে বসলে ওই মুড়ি ঘুগনি দোকানের কর্মীরা। তাঁদের দাবি, দরিদ্র নারায়ণ সেবা করছেন। এই ঘটনায় শুরু হয়েছে এক অন্যকে কটাক্ষ করার প্রক্রিয়া।