হজরত মহম্মদ কে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে রাজ্য প্রতিবাদের নামে হিংসাত্মক পরিস্থিতির জন্য দায়ী যারা, তাদের কঠোর শাস্তি হবে। জানালেন এডিডি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
হাওড়া,মুর্শিদাবাদ, নদিয়ার অশান্তি নিয়ে কড়া বার্তা দিল রাজ্য পুলিস। যারা হিংসা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।
রাজ্য পুলিশ জানিয়েছে, হামলা ও ভাঙচুরের প্রতিটি ঘটনার পিছনে কারা জড়িত, মদতকারীদের চিহ্নিত করার কাজ চলছে। বহু অপরাধীকে এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে।
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২০০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ৪২টি এফআইআর করা হয়েছে। জানিয়েছেন রাজ্য পুলিসের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
নূপুর শর্মার মন্তব্যের জেরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় হাওড়ার পরিস্থিতি সর্বাধিক উত্তপ্ত। হাওড়ায় পুলিস কমিশনার এবং গ্রামীণ পুলিস সুপারকে শনিবার সরিয়েও দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার পরিস্থিতি বুঝে সেখানকার আইসি কে বদলি করা হয়েছে।
পরিস্থিতি কড়া হাতে দমন করা নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে বিরোধী দল বিজেপি। আর সিপিআইএমের অভিযোগ,দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেস সরকার ও বিজেপি পঞ্চায়েত ভোটের আগে ধর্মীয় তাস খেলছে।