কলকাতা: ফের রাজ্য পুলিশে বদল৷ গোয়েন্দা প্রধান তথা এডিজি সিআইডি আর রাজশেখরনকে পদ থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। এর আগে এই পদে পাঠানো হয়েছিল দময়ন্তী সেনকে৷ সেখান থেকে তাঁকে এডিজি আইজি পলিসি মেকিং পদে নিয়ে আসা হল৷ পলিসি মেকিং পদে ছিলেন আইপিএস অফিসার আর শিবকুমার৷ এখন প্রশ্ন হল সিআইডি-র নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশিকা প্রকাশ করেনি নবান্ন। কেন রাজশেখরনকে গুরুত্বপূর্ণ পদে সরানো হল, সেটাই স্পষ্ট নয়। এটা রুটিন রদবদল বলেই জানাচ্ছে নবান্ন৷ (adg cid r rajashekharan removed)
আরও কিছু পদে বদল adg cid r rajashekharan removed
এডিজি সিআইডি ছাড়াও আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি রাজীব মিশ্রকে ডিজি (মডার্নাইজেশন) করা হয়েছে। আর শিবকুমারকে পাঠানো হয়েছে এডিজি (ইবি) পদে। প্রশাসন সূত্রে খবর, নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন এডিজি সিআইডি-২ পদে আসীন বিশাল গর্গ৷ তিনিই রাজ্য সিআইডি-র সবথেকে সিনিয়র অফিসার।
সিআইডি-র কাজে অসন্তোষ adg cid r rajashekharan removed
দিন কয়েক আগে নবান্নের সভাঘরে রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন, “আমি সিআইডি-তে রদবদল করব। যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো ক্রস চেক করো। অনেকে মিথ্যা কথা বলেও অভিযোগ করে। অভিযোগ সত্যি হলে কড়া পদক্ষেপ করো। কেউ তাতে বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবও না।” তিনি ডিজি-র উদ্দেশে বলেছিলেন, “আমি যদি নিজেকে ক্ষমা না করি, তোমরা কাকে ভয় পাচ্ছো?”
সিআইডি-র কর্মকাণ্ডে নাখুশ
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়লাপাচাল, বালিপাচার, আলুপাচার নিয়ে দফায় দফায় অভিযোগ এসেছে৷ সেই সকল অভিযোগের ভিত্তিতে সিআইডি সক্রিয় ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ রয়েছে৷ স্বভাবতই সিআইডি-র কর্মকাণ্ডে নাখুশ ছিলেন মুখ্যমন্ত্রী৷
Kolkata City: West Bengal CM Mamata Banerjee orders the removal of ADG CID R Rajashekharan from his position. This significant move impacts the state’s police leadership. Stay updated on the latest developments in West Bengal’s law enforcement.