হাওড়া শাখায় অতিরিক্ত লোকাল এই রবিতে, জানাল রেল কর্তৃপক্ষ

বিগত কিছু দিন ধরে শিয়ালদার লোকাল ট্রেনের যাত্রীরা যখন দুর্ভোগের স্বীকার ঠিক সেই সময় অতিরিক্ত রেল পরিষেবার কথা জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ। সাধারণত রবিবার কম…

RAIL HOWRAH

বিগত কিছু দিন ধরে শিয়ালদার লোকাল ট্রেনের যাত্রীরা যখন দুর্ভোগের স্বীকার ঠিক সেই সময় অতিরিক্ত রেল পরিষেবার কথা জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ। সাধারণত রবিবার কম সংখ্যক ট্রেন চলাচল করে সব লাইনে। কিন্তু রেল এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হল আগামী রবিবার হতে চলেছে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষা। সেই সকল পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত। তবে পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও সেই ট্রেনে যেতে পাড়বেন বলে জানানো হয় রেলের পক্ষ থেকে।

এই বিষয়ে,পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই রবিবার (১৬ জুন) রয়েছে ইউপিএসসি পরীক্ষা। হাওড়া ডিভিশনে সাধারণত রবিবার একটু কম ট্রেন চলে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেন লাইন ও কর্ড লাইনে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন চলবে।’তবে শুধু পরীক্ষার্থীরা নয়, পাশাপাশি সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারবে ঐ ট্রেনে।

   

তবে এর আগে মেট্রো পরিষেবার কথাও ঘোষণা করা হয়েছিল সেখানে বলাহয় সাধারণত রবিবার ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু ঐ দিন সময় এগিয়ে আনা হবে এবং সকাল ৯টার পরিবর্তে, দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। যেইরকম অন্যান্য দিন ছাড়ে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। আর দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.৩০ মিনিটে।

রবিবার, সাধারণত আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলাচল করে। তবে আগামী রবিবার সেই সংখ্যা বাড়ানো হবে। সেদিন মোট ১৩৮টি মেট্রো রেল চলবে। তার মধ্যে ১৩৩টি রেল চলবে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে। অর্থাৎ, আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৬৯টি করে মেট্রো পাওয়া যাবে। তাই সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষার জন্য থাকবে বিশেষ মেট্রোর ব্যবস্থা।