বুধবারের বারবেলায় ED দফতরে ঋতুপর্ণা! গোটা টলিউড জুড়ে শোরগোল

রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি (ED) দপ্তরে অবশেষে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। গত ৩০শে মে লোকসভা নির্বাচনের মাঝেই তাকে দেখা করার জন্য…

রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি (ED) দপ্তরে অবশেষে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। গত ৩০শে মে লোকসভা নির্বাচনের মাঝেই তাকে দেখা করার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি। ২০১৯ সালের পর আবারও একবার ইডির দপ্তরে পা পড়ল এই টলিউড অভিনেত্রীর!

বুধবার বেলা ১২:৫৩ নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করেন ঋতুপর্ণা। যদিও এর আগেই বিভিন্ন নথি এবং কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন ঋতুপর্ণার হিসাবরক্ষক। সূত্র মারফৎ জানা যাচ্ছে নিজের আয় এবং বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি এদিন ইডি দপ্তরের আধিকারিকদের কাছে পেশ করেছেন তিনি। শুধু হিসাবরক্ষক নয়, নায়িকার সঙ্গে ছিলেন তার আইনজীবীরাও। কিন্তু ইডি দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ঋতুপর্ণার আইনজীবীরা দপ্তরের ভিতরে প্রবেশ করার অনুমতি পাননি। ইডির অফিসারেরা ঋতুপর্ণাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের সময় একাই থাকতে হবে ঋতুপর্ণাকে ।

   

সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বেশ মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল এই টলিউড অভিনেত্রীর। এমন কিছু সূত্র এবং তথ্য ইডি দপ্তরের আধিকারিকদের হাতে ইতিমধ্যেই এসেছে। এবার সেগুলোর উপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদ করা হবে ঋতুপর্ণাকে, এমনটাই মনে করা হচ্ছে। এমনকী প্রয়োজনে তার বয়ানও রেকর্ড করা হতে পারে। এইজন্য ইডির বিভিন্ন মহিলা আধিকারিকরা গোটা প্রক্রিয়াতে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

যদিও ইডির পাঠানো নোটিশে, গত ৫ই জুন দেখা করার কথা বলা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বিশেষ কারণবশত সেদিন দেখা করা সম্ভব না বলে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে আজ অর্থাৎ বুধবার ইডি দপ্তরে এসে পৌঁছলেন ঋতুপর্ণা। এর আগে অবশ্য ২০১৯ সালে রোজভ্যালি মামলাতে এই ইডি দপ্তরেই হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা। আবার পাঁচ বছর পর রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সেই একই জায়গায় আসতে হলো টলিউডের এই খ্যাতনামা অভিনেত্রীকে।