Suicide:সঙ্গীর একাধিক শয্যাসঙ্গী! ক্ষোভে অপমানে ভয়ঙ্কর কাণ্ড উঠতি নায়িকার

কলকাতার বুকে ফের আত্মঘাতী উঠতি বাংলা অভিনয় জগতের এক অভিনেত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে বছর উনিশের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে।…

haridevpur

short-samachar

কলকাতার বুকে ফের আত্মঘাতী উঠতি বাংলা অভিনয় জগতের এক অভিনেত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে বছর উনিশের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। মৃত মেয়েটি পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা। অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। সে কারণে প্রায়ই আসতেন কলকাতায়। আর কলকাতায় আসলেই তিনি উঠতেন তাঁর ‘সঙ্গী’সঞ্জয় নস্করের বাড়িতে। যিনি পেশায় একজন অভিনয় প্রশিক্ষক।

   

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হরিদেবপুর থানা খবরটি পায়। তারা জানতে পারে, বনমালী ব্যানার্জি রোডে এক তরুণী গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। সেখানে পৌঁছে দেখেন, বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে গত পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটেই ভাড়া থাকেন সঞ্জয়। আর কলকাতেই এলেই সঞ্জয়ের কাছেই থাকতেন সুস্মিতা। শুধু তাই নয় তাঁদের সম্পর্ক বেশ গভীর বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, “সঞ্জয়ের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে।” শুধু তাই নয় তাঁর একাধিক শয্যাসঙ্গীর কথাও উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই সঞ্জয় নস্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হরিদপুর থানার পুলিশ।