টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা মঙ্গলবার দিল্লিতে ইডি-র (ED RAID) (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দপ্তরে হাজিরা দিলেন। বেটিং অ্যাপ মামলার তদন্তের অংশ হিসেবেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর পর এ বার ইডির নজরে এলেন অঙ্কুশ। ফলে টলিউডে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইডি(ED RAID) সূত্রে জানা গিয়েছে, বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক লেনদেনের খতিয়ান খুঁজে বের করতেই অঙ্কুশকে তলব করা হয়। এই অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে, যা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের যোগসূত্র থাকার অভিযোগ উঠেছে। সেই তালিকায় নাম রয়েছে অঙ্কুশ হাজরারও।
মঙ্গলবার বেলা ১১টায় অঙ্কুশকে দিল্লির ইডির (ED RAID) দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তিনি উপস্থিত হন। সকাল থেকেই ইডি দপ্তরের বাইরে সাংবাদিক ও ফটোগ্রাফারদের ভিড় দেখা যায়। অঙ্কুশ গাড়ি থেকে নামতেই ক্যামেরার ঝলকানি বাড়তে থাকে। কিছুটা চুপচাপ এবং সংযত ভাবেই তিনি দপ্তরে ঢোকেন।
এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জেরা করেছে ইডি। মিমি চক্রবর্তীকেও কয়েক দিন আগে ডেকে পাঠানো হয়েছিল। মিমি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছিলেন, তিনি কোনও বেআইনি কাজে জড়িত নন এবং তদন্তে সহযোগিতা করছেন। অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও প্রায় একই বার্তা পাওয়া গেছে তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে। তাঁরা জানিয়েছেন, অঙ্কুশ নির্দোষ এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।