মুখ্যমন্ত্রীর ক্ষোভের কোপ? কলকাতা পুলিশে এবার বড়সড় রদবদল

রাজ্য পুলিশের ডিজি পদের পর, এবার বড়সড় রদবদল ঘটতে চলেছে কলকাতা পুলিশেও। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভরসার আইপিএস অফিসার রাজীব কুমারকে আবারও রাজ্য পুলিশের ডিজি পদের ফেরত…

Image of a news article or document with a headline reading 'Mamata Government's Transfer List' or 'Mamata Govt's Transfer Order', likely related to government officials or employees being transferred to new positions or locations.

রাজ্য পুলিশের ডিজি পদের পর, এবার বড়সড় রদবদল ঘটতে চলেছে কলকাতা পুলিশেও। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভরসার আইপিএস অফিসার রাজীব কুমারকে আবারও রাজ্য পুলিশের ডিজি পদের ফেরত নিয়ে এসেছে সরকার। আর এবার কলকাতা পুলিশ কমিশনারেট সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা পুলিশের বিভিন্ন থানার ইন্সপেক্টর পদে বড়সড় রদবদল হতে চলেছে। এই মর্মে নোটিসও জারি করা হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনারেট সূত্রে ইস্যু করা নোটিস অনুযায়ী কলকাতা শহরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য থানাতে প্রথম দফায় কুড়িটি পদে রদবদল হতে চলেছে। কুড়িজন অফিসারকে তাদের বর্তমান কার্যস্থল থেকে সরিয়ে নতুন থানায় নতুন দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনারেট সূত্রে পাওয়া নোটিস অনুযায়ী পার্ক স্ট্রিট, পোস্তা, ময়দান, গিরিশ পার্ক, আনন্দপুর, রবীন্দ্র সরোবর, চারু মার্কেট, ভবানীপুর, কালীঘাট, জোড়াসাঁকো, নারকেলডাঙ্গা, এবং পাটুলি থানায় রদবদল করা হচ্ছে।

   

এর আগে জানুয়ারি মাসে কলকাতা পুলিশের প্রায় ৫৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছিল। তাছাড়াও লোকসভা ভোটের আগে, নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারেটের বেশ কিছু থানাতেও বেশকিছু অদল-বদল ঘটেছিল। এবার লোকসভা ভোট মিটতেই আবারও কলকাতা পুলিশ কমিশনারেট কুড়ি জন ইন্সপেক্টরকে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নতুন পদে বহাল করার সিদ্ধান্ত নিল। যদিও কমিশনারেট সূত্রে দাবি যে, এটা একটি রুটিন বদল।

‘আবেদন’ই করেননি! জল-শোভনের জয়েনিং জল্পনা খারিজ তৃণমূল মুখপাত্রের?

কিন্তু অনেকেই মনে করছেন সামনেই পুজো। তার আগে কলকাতা পুলিশ এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি নবান্নের বৈঠকে পুলিশের কাজকর্মে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিভিন্ন ক্ষেত্রে বেআইনি জবরদখল এবং ফুটপাত দখল করে হকার সমস্যার ক্ষেত্রে সরব হয়েছেন তিনি। নিজের দলের এবং স্থানীয় নেতাদের পাশাপাশি পুলিশের মদতেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন তিনি। বেশ কিছু ক্ষেত্রে কলকাতায় বেআইনি পার্কিং এর অভিযোগ এবং সেখান থেকে অবৈধভাবে টাকা তোলার মারাত্মক অভিযোগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে বঙ্গের প্রশাসনিক মহলে যেন বদলির হাওয়া চলছে। এর আগে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে এক লপ্তে প্রায় ৪০০ এর ওপরে বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে রয়েছেন প্রায় ১৮০ জন বিএলআরও অফিসার। বঙ্গের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মতে যা এক কথায় রেকর্ড।

আর এবার সেই রেশ কাটতে না কাটতেই, কলকাতা পুলিশেও এল বদলির নোটিস। অনেক বিশেষজ্ঞের মতে আগামী দিনে রাজ্য পুলিশেও এই ধরনের নোটিস দেখতে পাওয়াটা খুব একটা অস্বাভাবিক হবেনা। কারণ লোকসভা ভোটের আবহে রাজ্য পুলিশেও একাধিক বদল করেছিল নির্বাচন কমিশন। এবার ভোট মিটে যাওয়ার পর সেই সমস্ত পদে আবারও রাজ্যের প্রশাসন সূত্রে ফের একবার রদবদল করা হতে পারে বলে মনে করা হচ্ছে।