আগামী ৭ অগস্ট রাজধানী দিল্লিতে বসতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA bloc)-র গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিধিত্ব করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhisekh Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিষেকের দিল্লি সফরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
এই বৈঠক এবং পরবর্তী নৈশভোজের আয়োজক হিসেবে উঠে এসেছে (Abhisekh Banerjee) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম। রাজনৈতিক মহলের জল্পনা, রাহুলের বাসভবনেই বসতে পারে এই বৈঠক। যদিও শেষ মুহূর্তে স্থান পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শনিবার ‘ন্যাশনাল কনফারেন্স’-এর শীর্ষ নেতা এবং বর্ষীয়ান রাজনীতিবিদ (Abhisekh Banerjee) ফারুক আবদুল্লা এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকায় ‘Special Intensive Revision’ (SIR)-কে সামনে রেখেই এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। ‘ইন্ডিয়া’ ব্লকের একাধিক শরিক দলের মতে, নির্বাচন কমিশনের এই বিশেষ তৎপরতা এবং বিহারে বিজেপি-জেডিইউ জোটের সম্ভাব্য কৌশল নিয়ে বিরোধী জোটকে এখনই সতর্ক হতে হবে। সেই লক্ষ্যেই এই বৈঠকের তলব।(Abhisekh Banerjee)
ফোকাসে বিহার এবং ‘সার’ সংশোধন
প্রসঙ্গত, নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষণা করেছে, ভোটার তালিকায় একটি বিশেষ নিবিড় সংশোধন পর্ব শুরু হতে চলেছে। বিরোধীদের একাংশের আশঙ্কা, এর মাধ্যমে রাজনৈতিক (Abhisekh Banerjee) উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বিরোধীদের সমর্থকদের বাদ দেওয়া হতে পারে। বিশেষ করে যেসব রাজ্যে আসন্ন নির্বাচনের সম্ভাবনা রয়েছে, সেখানে এই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সংশোধন প্রক্রিয়ার নামে কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করতে পারেন এবং কেন্দ্রের উদ্দেশে তীব্র বার্তা দিতে পারেন।
বিহারে আসন্ন ভোট, লক্ষ্য বিজেপির বিরুদ্ধে কৌশল
২০২৫ সালের শুরুতেই বিহারে বিধানসভা নির্বাচন। (Abhisekh Banerjee) কিন্তু তার আগেই ‘প্রী-পোল স্ট্র্যাটেজি’ নিয়ে কাজ শুরু করতে চাইছে ‘ইন্ডিয়া’ জোট। বিহার জোটের শরিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস, বামদলগুলি— সকলেই চাইছে, বিজেপির বিরুদ্ধে একক প্রার্থী ও কৌশল নির্ধারণ করে ফেলতে। ফলে এই বৈঠকে আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়েও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।(Abhisekh Banerjee)
জোটে সমন্বয়ের বার্তা
‘ইন্ডিয়া’ জোটের গত কয়েকটি বৈঠকে বারবারই উঠেছে সমন্বয়ের(Abhisekh Banerjee) অভাবের প্রশ্ন। কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা (উদ্ধব শিবির), এনসিপি— সকলেই নিজেদের রাজ্যে শক্তিশালী দল। ফলে আসন বণ্টন বা নেতৃত্বের প্রশ্নে নানা টানাপড়েন(Abhisekh Banerjee) দেখা দিয়েছে। বিশেষ করে লোকসভা নির্বাচনে একাধিক রাজ্যে বিরোধীদের মধ্যে সমঝোতার ঘাটতি ছিল স্পষ্ট। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিধানসভা নির্বাচনের আগে একযোগে কাজ করার সিদ্ধান্তেই পৌঁছতে চায় ‘ইন্ডিয়া’ জোট।(Abhisekh Banerjee)
তৃণমূলের অবস্থান
লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো (Abhisekh Banerjee) ফল করলেও, জাতীয় রাজনীতিতে তৃণমূল আপাতত অপেক্ষার ভঙ্গিতে রয়েছে। তবুও বিরোধী জোটের অভ্যন্তরে সক্রিয় ভূমিকা রাখতে চাইছে দল। দিল্লির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে।(Abhisekh Banerjee)
সব মিলিয়ে ৭ অগস্টের বৈঠক শুধু ‘রুটিন’ বৈঠক নয়, বরং ২০২৫ সালের পথরেখা নির্ধারণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।