কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের রাশ আরও শক্ত হাতে ধরতে শনিবার লক্ষাধিক নেতা-কর্মীকে নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ভার্চুয়াল বৈঠকে একযোগে যুক্ত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, ব্লক নেতৃত্ব, বিএলএ-২ এবং দলের মুখপাত্ররা।
ভোটের প্রস্তুতিতে কোনও রকম ঢিলেমি না রেখে জানুয়ারির শুরু থেকেই রাজ্যজুড়ে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘রণসংকল্প যাত্রা’-র মাধ্যমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিদিন একের পর এক সভা, পথসভা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁকে ঘিরে তৈরি হচ্ছে অভূতপূর্ব জনউচ্ছ্বাস। অভিষেকের বক্তব্য শুনতে মানুষের ভিড় প্রতিদিন নতুন রেকর্ড ছুঁচ্ছে।
দলীয় সূত্রের দাবি, এই ভার্চুয়াল বৈঠক শুধুমাত্র সাংগঠনিক আলোচনা নয়, বরং নির্বাচনের আগে তৃণমূলের রাজনৈতিক রণকৌশল নির্ধারণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুথ স্তরে সংগঠন আরও মজবুত করা, কর্মীদের দায়িত্ব বণ্টন, বিরোধীদের প্রচারের জবাব কীভাবে দেওয়া হবে—এই সব বিষয়েই স্পষ্ট দিকনির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যুতে আন্দোলনের রূপরেখা তুলে ধরতে পারেন। একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কীভাবে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে, সেই বিষয়েও কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হতে পারে।
এর পাশাপাশি, নির্বাচনের আগে দলীয় ঐক্য বজায় রাখা এবং ভেতরের মতভেদ দূর করার বার্তাও উঠে আসতে পারে এই বৈঠক থেকে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, লক্ষাধিক কর্মীর সরাসরি অংশগ্রহণে এই ভার্চুয়াল বৈঠক দলের মনোবল আরও বাড়াবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে এক সুতোয় বেঁধে ফেলবে।
