Abhishek Banerjee: ভোটার তালিকা ইস্যুতে বড় সিদ্ধান্ত অভিষেকের

কলকাতা: ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে রাজ্যে। এবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে দলের কৌশল নির্ধারণে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

Abhishek Banerjee Pledges Continued Public Health Services After Completion of Sevashray in Diamond Harbour

কলকাতা: ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে রাজ্যে। এবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে দলের কৌশল নির্ধারণে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৮ অগস্ট বিকেল চারটেয় এই বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন জেলার সভাপতি, প্রতিটি শাখা সংগঠনের প্রধান, বিধায়ক থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা। মূল উদ্দেশ্য, নির্বাচন কমিশন যদি এসআইআরের মাধ্যমে বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে, তাহলে দলের পক্ষ থেকে কী করণীয় তা স্পষ্ট করা।

সূত্রের খবর, ৪ অগস্ট থেকেই জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক শুরু করবেন অভিষেক। সেখানে স্থানীয় নেতৃত্বকে প্রস্তুত রাখার বার্তা দেবেন তিনি। এরপর ৮ অগস্টের বড় বৈঠকে রাজ্যের সর্বস্তরের নেতাদের একত্রিত করে এসআইআর নিয়ে কৌশল চূড়ান্ত করবেন।

   

সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়েছে এবং জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে ৬১ লক্ষ নাম বাদ পড়েছে। এই ঘটনা থেকেই বাংলার রাজনৈতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে যে, পশ্চিমবঙ্গেও একই ধরণের ‘ফিল্টারিং’-এর চেষ্টা হতে পারে। বিরোধী দল বিজেপি দাবি করেছে, বাংলায় প্রায় ২ কোটির মতো “অযোগ্য” ভোটার রয়েছে, যাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এর পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগেই বিজেপি নেতারা বলছে, ২ কোটি নাম বাদ যাবে। দু’জনের নাম বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।”

তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে জানিয়েছে, কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আন্দোলনে নামবে দল। সেই কারণেই ৮ অগস্টের বৈঠকে জেলা স্তরের নেতৃত্ব থেকে শুরু করে নিচুতলার কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তৃণমূল সূত্রে আরও জানানো হয়েছে, অভিষেক বৈঠকে বলবেন কীভাবে প্রতিটি বুথে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে তালিকা পর্যবেক্ষণে যুক্ত করতে হবে। কারও নাম ভুলভাবে বাদ পড়লে দ্রুত কীভাবে আপত্তি জানানো যায়, সেসব বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisements

বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি অবশ্য দাবি করছে, তৃণমূল আসন্ন ভোটে সম্ভাব্য ক্ষতি ঠেকাতেই এই সভার আয়োজন করছে। তারা বলছে, বহু ‘ভুয়ো’ ভোটার রয়েছে যাদের বাদ দেওয়া সময়ের দাবি।

সবমিলিয়ে, এসআইআর-কে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ফের সরগরম। নির্বাচন কমিশন এখনও ভোটার তালিকা সংশোধনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও, রাজনৈতিক দলগুলির তৎপরতা থেকেই বোঝা যাচ্ছে, এই বিষয়ে শীঘ্রই বড়সড় পদক্ষেপ আসছে। তৃণমূল যে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল, তা ৮ অগস্টের বৈঠকেই স্পষ্ট হয়ে যাবে।