Abhishek Banerjee: ইডি জিজ্ঞাসাবাদের ফল মাইনাস টু, জানালেন অভিষেক

টানা জেরা শেষ। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বললেন, আগের জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য ছিল। আজ সেটা মাইনাস টু…

টানা জেরা শেষ। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বললেন, আগের জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য ছিল। আজ সেটা মাইনাস টু হলো। যত ডাকবে তত মাইনাসে যাবে।

এবারের জেরার আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে তিনি আপিল করেছিলেন। আদালত মৌখিক রক্ষাকবচ দেয়। গ্রেফতার করা যাবে না বলে জানায়। জেরার আগে নিশ্চিন্ত ছিলেন অভিষেক। স্বস্তি পান বিদেশ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম। যে সংস্থাকে অভিষেক নিজের বলে আগে দাবি করেছিলেন। এই সংস্থার সাথে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা জড়িত। এই সংস্থায় তল্লাশি চালায় সিবিআই। অভিযোগ উঠেছিল, সংস্থার কম্পিউটারে ইডি নিজের তথ্য ঢুকিয়েছে। পরে বিতর্ক তৈরি হয়। নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি মামলায় এর আগেও অভিষেককে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ফের সেই সূত্রেই তাঁকে তলব করা হয়।

দুর্নীতির তদন্ত নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বার বার প্রকাশ্যে দাবি করেছেন যে তার বিরুদ্ধে দুর্নীতি প্রমানিত হলে তিনি ফাঁসির মঞ্চে যেতে তৈরি। এর পরেই প্রশ্ন উঠছে তিনি যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন তাহলে তিনি কেন বার বার হাজিরা এড়িয়ে যাওয়ার জন্য আদালতের রক্ষা কবচের জন্য দ্বারস্থ হচ্ছেন? এদিন জেরার পর বেরিয়ে এসে অভিষেক ইডিকে কটাক্ষ করেন। 

গ্রেফতার করা যাবে না এমন মৌখিক রক্ষাকবচ পেয়ে অভিষেকের জেরায় হাজিরায় রাজনৈতিক মহল সরগরম। সিপিআইএমের কটাক্ষ সব তৃণমূল বিজেপি সেটিং।