রোহিঙ্গা ইস্যুতে কমিশনের পদক্ষেপের দাবি, হুঁশিয়ারি অভিষেকের

বাংলায় রোহিঙ্গা ইস্যুতে বিজেপির পক্ষ থেকে যে বদনাম ও ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

Abhishek Banerjee Holds Media Interaction After Election Commission Engagement

বাংলায় রোহিঙ্গা ইস্যুতে বিজেপির পক্ষ থেকে যে বদনাম ও ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ তিনি নির্বাচন কমিশনে একটি বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘বিজেপি নেতারা বাংলায় ১ কোটি রোহিঙ্গার কথা বলছেন। কিন্তু আমি আজ কমিশনকে পরিষ্কার করে বলেছি, এই ধরনের ভিত্তিহীন ও ক্ষতিকারক বক্তব্য থেকে বিরত থাকতে হবে।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, বিজেপি নেতারা বারবার বাংলাকে রোহিঙ্গা সংকটের কেন্দ্র হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন, যা সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক। তিনি বলেন, ‘‘বাংলার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রের মঞ্চ তৈরি করা হচ্ছে। বিশেষ করে, বিজেপি নেতাদের এমন মন্তব্যের কারণে বাংলার মানুষের কাছে একটি ভুল বার্তা পৌঁছানো হচ্ছে।’’

Advertisements

এদিনের সাংবাদিক বৈঠকে অভিষেক আরও বলেন, ‘‘আমি কমিশনের কাছে প্রশ্ন রেখেছি, খসড়া নাগরিক পঞ্জির (NRC) তালিকায় ৫৮ লক্ষ লোকের নাম বাদ পড়েছে। এর মধ্যে কতজন আসলে বাংলাদেশি, আর কতজন রোহিঙ্গা—তার একটি সঠিক তালিকা প্রকাশ করুন।’’ তবে কমিশন এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি, দাবি অভিষেকের।

   

এছাড়া অভিষেক বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার বাস্তব ভিত্তি নেই। বিজেপি শুধু ভোট রাজনীতির জন্য এই বিষয়কে প্রভাবিত করতে চায়। আমাদের কাছে পরিষ্কার জিজ্ঞাসা, এই ৫৮ লক্ষ লোকের মধ্যে কতজন বাংলাদেশি, আর কতজন রোহিঙ্গা? কমিশন তো সঠিক উত্তরও দিতে পারেনি।’’

অভিষেক আরও বলেন, ‘‘কমিশনকে বলা হয়েছে, ভোটারদের ব্যাপারে সমস্ত তথ্য ও তালিকা জনগণের সামনে তুলে ধরা উচিত। এতে জনগণই সিদ্ধান্ত নিতে পারবে, কে আসল নাগরিক আর কে অনুপ্রবেশকারী।’’ তিনি অভিযোগ করেন, ‘‘কেন্দ্রীয় সরকার অযথা বাংলার মানুষের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে, যা কেবল রাজনীতি স্বার্থে।’’

অভিষেকের দাবি, ‘‘কেন্দ্রীয় সরকার রাজ্যে বিভাজন ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছে। এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এবং জনগণের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করা হবে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলার মানুষের মনোবল ভেঙে দেওয়া এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য বিজেপি এই ধরনের বিষাক্ত রাজনীতি করছে।’’

 

Advertisements