১০০ দিনের টাকা পেতে ‘সুকান্তকে বলো’ ফোন চালু অভিষেকের

১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন পন্থা নিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ধরনামঞ্চ থেকে বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর। পাশাপাশি পরামর্শ দিলেন, যাঁরা টাকা পাবেন, তাঁরা এই নম্বরে ফোন করে নিজেদের দাবি জানান।

Advertisements

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “২০ লাখ মানুষের টাকা আটকে রয়েছে। সকলেই সুকান্ত মজুমদারকে ফোন করুন। তবে কোনও কুকথা বলবেন না। ভদ্রভাবে বলবেন, আপনার এত ক্ষমতা জানতাম না। দীর্ঘদিন ধরে বেতন পাইনি। আমাদের টাকা দিন।”

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সুকান্ত মজুমদার একজন সাংসদ। মানুষের তাঁর নম্বর জানার অধিকার রয়েছে। এদিন ধরনামঞ্চ থেকে একটি অডিয়ো রেকর্ডিং শোনান অভিষেক। সেখানে সুকান্তকে বলতে শোনা যাচ্ছে, “২ হাজার কোটি টাকা পড়ে আছে। ওনাকে কিছু করতে হবে না। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে চিন্তার কিছু নেই।” তারপরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের থেকে নম্বর নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বিতরণ করেন।

Advertisements

এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির উদ্দেশে তিনি বলেন, যদি রাজভবনে তিনি বসতে চান সেক্ষেত্রে রাজি তাঁরা। পাশাপাশি হুঙ্কারের সুরে অভিষেক বলেন, ৯৬ ঘণ্টার মধ্যে এসে বাংলায় মাথা নত করতে হল। বাংলা কারও কাছে মাথা নত করে না। আজ নিরঞ্জন জ্যোতি এসেছেন, কাল গিরিরাজ সিং আসবেন, এরপর মানুষের টাকাও আসবে।