লোকসভা ভোটের আগে বিরাট ঘটনা ঘটতে চলেছে বাংলায়। ঠিক লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আজ রবিবাসরীয় দুপুরে সকলকে চমকে দিয়ে এমনই ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি জানালেন, ‘আগামী মঙ্গলবারই পদত্যাগ দিচ্ছি।’ তিনি আরো জানালেন, ‘রাজনীতিতে যোগ দিচ্ছি।’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “শাসক দল বারবার চ্যালেঞ্জ করছে, সামনে মাঠে এসে লড়াই করুন। এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য আমি শাসক দলকেই অভিনন্দন জানাচ্ছি। বাম, কংগ্রেস, বিজেপি আছে, ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে। রাজনীতির ময়দানেই আমি যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব, সেটা আজই বলছি না। কাল আমার যে সামান্য কাজটুকু আদালতে রয়েছে, সেটুকু করে চলে যেতে চাই, যাতে কেউ বলতে না পারেন যে আমার কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে।”