‘এই বাংলা বাজারে অনির্বাণ আসলে এক্স ফ্যাক্টর!’: অর্ণ মুখোপাধ্যায়

আদিত্য ঘোষ, কলকাতাঃ মঞ্চ সফল নাটক থেকে বড় পর্দায় অথৈ। দীর্ঘমেয়াদি এই জার্নি কতটা সহজ ছিল কিংবা কঠিন, সেই নিয়ে দীর্ঘ উপন্যাস লেখা যেতে পারে।…

arna mukhopadhay

আদিত্য ঘোষ, কলকাতাঃ মঞ্চ সফল নাটক থেকে বড় পর্দায় অথৈ। দীর্ঘমেয়াদি এই জার্নি কতটা সহজ ছিল কিংবা কঠিন, সেই নিয়ে দীর্ঘ উপন্যাস লেখা যেতে পারে। আড্ডা হতে পারে গোটা রাত। তবুও বাংলা সিনেমার নবপ্রজন্মরা বাংলা ছবিকে শিখরে পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং করে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। যে মরশুমে বাংলা ছবির জগতে অন্তত দুটি নামী অভিনেতাদের দাপট চলছে, সেই বাজারে পরিচালক অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় একটু উঁকি মেরে জানান দিলেন, আমিও আছি। অনির্বাণ, সোহিনীদের নিয়ে এই যাত্রার কারিগর, কলকাতা ২৪x৭ মুখোমুখি হয়ে শোনালেন তাঁর অভিজ্ঞতার কথা।

তাঁকে প্রশ্ন করা হল, “এই গোটা মহাযজ্ঞের মাঝে শিব মুখোপাধ্যায়ের নাম কি ঢাকা পড়ে গেল?” তিনি একটু হাসলেন। হেসে বললেন, “তিনি আমার শিক্ষাগুরু। নটধা নাট্যদলের প্রাণপুরুষ। অথৈ-এর পিছনে তাঁর প্রচ্ছন্ন অবদান আছে।” তাঁকে ফের প্রশ্ন করা হল, ” অথৈ-এর মঞ্চায়নের ভাবনা কী হঠাৎ? নাটক থেকে সিনেমার পরিকল্পনা কেন?” তিনি একটু ভেবে বললেন, ” কিছুই হঠাৎ করে হয়নি। মঞ্চ থেকে বড় পর্দায় অথৈ একটা অন্য জার্নি। এর আগেও নাটক থেকে বড় পর্দায় সিনেমা হয়েছে। আমি শুধুমাত্র চেষ্টা করেছি ভাল কাজ করার।”তাঁকে থামিয়ে ফের জিজ্ঞাসা করা হল, “শেক্সপিয়ার কি সবার জন্য নাকি একটি শ্রেণীর গোষ্ঠীর জন্যই?” তিনি হাসতে হাসতে বললেন, ” একদমই না, আমি সিনেমাটা সকলের জন্য বানিয়েছি। আর আমার ব্যক্তিগত ভাবে মনে হয়,শেক্সপিয়ার সকলের জন্য ছিলেন। তিনি সাধারণের জন্যই লিখে গিয়েছেন।”

   

” আপনি কি বাঙালি দর্শকদের হলমুখী করতে পারবেন?” তিনি হাসতে হাসতে বললেন, ” ভাল কাজ করলে বাঙালি নিজেই হলে এসে সিনেমার প্রশংসা করবে।” ” দর্শকরা কি একটু ওয়েব প্ল্যাটফর্ম ভিত্তিক হয়ে পড়েছে? অলস হয়ে পড়েছে বাঙালি?” তিনি ফের হাসিমুখে উত্তর দিলেন, ” কিছুটা তো অবশ্যই। হাতের কাছে বিলাসিতার অনেক কিছু আছে। সেই সবকিছুকে ছাপিয়ে গেলেই তো বাঙালিকে হলমুখী করা যাবে। তবে এখন আমরা সবাই শর্টকাটে সফলতা চাই। এটা একটা চিন্তার বিষয়।” ” সোহিনী-অনির্বাণ জুটি কি তোমার গল্পের ট্রামকার্ড?” পরিচালক জানালেন যে, ” অবশ্যই। আমরা একটা টিমের মতো কাজ করেছি দীর্ঘদিন। আর এই বাজারে অনির্বাণ এক্স ফ্যাক্টর। এটা মানতে হবে। মঞ্চ এবং বড় পর্দায় সফলতা অর্জন করে অনির্বাণ দেখিয়ে দিয়েছে,স্টার কাকে বলে।”

” মঞ্চের পরিচালনা নাকি সিনেমার? কোনটা পছন্দের?” তিনি জানালেন, ” এটা বড় কঠিন প্রশ্ন। বড় পর্দায় পরিচালনা করার মধ্যে একটা অন্য আকর্ষণ আছে। তবে মঞ্চ তো আমার ভিত্তি।” “মঞ্চে আবার অথৈ হবে?” তিনি জানালেন, ” না। এই মুহূর্তে পরিকল্পনা নেই।” সবশেষে তাঁকে জিজ্ঞাসা করলাম, ” বাংলা সিনেমায় কি থ্রিলার এখন সেনশেসেনাল বিষয়?” তিনি হাসতে হাসতে বললেন,” ভাল কাজটা সেনসেশানাল বিষয়।ব্যস, আর কিছু না।”