নওশাদের সাথে একাধিকবার…! মহিলার ‘তৃণমূল সংযোগে’ সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) বিরুদ্ধে ‘ধর্ষক’ অভিযোগ তোলা যুবতীর রাজনৈতিক সংযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে। সোশ্যাল মিডিয়ায় ওই যুবতীর পরিচয় ও ছবি ভাইরাল হয়েছে। সেই…

নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) বিরুদ্ধে ‘ধর্ষক’ অভিযোগ তোলা যুবতীর রাজনৈতিক সংযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে। সোশ্যাল মিডিয়ায় ওই যুবতীর পরিচয় ও ছবি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ছবি (কলকাতা ২৪x৭ এই ছবির সত্যতা যাচাই করেনি) থেকে সামাজিক মাধ্যমেই প্রশ্ন, পঞ্চায়েত ভোটের আগেই কেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হল? আইএসএফ ঘনিষ্ঠ বেশকিছু সামাজিক মা়ধ্যমে অভিযোগকারী মহিলার পরিচয় প্রকাশ করা হয়েছে।

Advertisements

অভিযোগকারিনীর দাবি, এর সাথে রাজনৈতিক সংযোগ নেই। তিনি বলেন, আগেই নওশাদ দূরত্ব রাখছিল। এই ঘটনা বেশ কয়েকমাস ধরে চলছে। ওর সাথে পরিচয়ের পর আমরা শারিরীক সম্পর্কে জড়া়ই। বিয়ের কথা চলছিল। তারপর নওশাদ আমাকে ফোনে ব্লক করে দেয়। পরে জানায় বিয়ে করতে পারবে না। আমি এ বিষয়ে মহিলা কমিশনে ই মেল করেছি।

   

জানা যাচ্ছে, অভিযোগকারিনীর সাথে তৃ়ণমূল সংযোগ আছে। তিনি তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে নিয়ে থানায় অভিযোগ করতে গেছিলেন। এরপর পুলিশ ওই মহিলাকে বিশেষ পাহারায় বৌবাজার থানায় নিয়ে যায়। সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন অভিযোগকারিনী। অভিযোগের ভিত্তিতে তার পরীক্ষা হয়েছে।

নওশাদ সিদ্দিকি বলেছেন আমি আইনি পথ নেব। নোটিশ এলে জবাব দেব। এদিকে পঞ্চায়েত ভোটের আগে নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। বিধায়কের কটাক্ষ, আগে তো খুনের কেসও দিয়েছে। আমি ভাঙড়ের পাশে আছি।

এর মাঝে নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ তোলা মহিলার সাথে তৃণমূল সংযোগ ঘিরে সোশ্যাল মিডিয়া গরম।