Murshidabad:বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল হাত! মুর্শিদাবাদের রাস্তায় মিলল আঙুল

ভোটের মুখে ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদ। সকেট বোমা বাঁধতে গিয়ে এক যুবকের হাতের কিছুটা অংশ উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অন্য একজনের…

Delhi Student Arrested for Sending Bomb Threat Emails to Schools

ভোটের মুখে ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদ। সকেট বোমা বাঁধতে গিয়ে এক যুবকের হাতের কিছুটা অংশ উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অন্য একজনের হাতের কয়েকটি আঙুলও বোমার আঘাতে মারাত্মক ভাবে জখম হয়েছে। বুধবার গভীর রাতে একটি স্কুলের পিছনে বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটেছে। অতিরিক্ত গরমের কারণে হঠাৎ এই সকেট বোম ফেটে গিয়ে বিপত্তি হয়েছে। ঘটনার পরেই মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার মোনাইকান্দারা গ্রামের বেশ কয়েক জন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন বাইরে থেকে আসা বোমা তৈরির দুই কারিগর। সেই সময় এই অতিরিক্ত গরমে সকেট বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জিন্নাত আলি শেখ নামে ১৯ বছরের এক কলেজ পড়ুয়া যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে!সেই আঙুলই বৃহস্পতিবার সকালে রাস্তায় ছড়িয়ে আছে বলে দাবি করেন স্থানীয়রা।

Advertisements

তবে এই ঘটনায় আপাতত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে কোনও বোমাও উদ্ধার করা যায়নি। দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা । কিছুদিন আগেও মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, আবার সেই স্থানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আগামী ৭ মে মুর্শিদাবাদে ভোট গ্রহণ আছে। তার আগে এই ঘটনা স্বাভাবিক ভাবে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।