Pandua:পথের কাঁটা ‘ছেলেকে’ সরাতেই বোমা! পান্ডুয়া কাণ্ডে পরকীয়া তত্ত্ব

ছেলেকে সরাতেই বোমা রাখার অভিযোগ! শুধু তাই নয় উঠে আসছে পরকীয়া তত্ত্ব। এখানেই শেষ নয়, কেউ কেউ দাবি করছেন প্রভাবশালী তকমার কথা। সোমবার সকালেই পান্ডুয়ার…

ছেলেকে সরাতেই বোমা রাখার অভিযোগ! শুধু তাই নয় উঠে আসছে পরকীয়া তত্ত্ব। এখানেই শেষ নয়, কেউ কেউ দাবি করছেন প্রভাবশালী তকমার কথা। সোমবার সকালেই পান্ডুয়ার বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় দুই কিশোর গুরুতর জখম হয়েছে এবং এক কিশোর মৃত্যু হয়েছে। এইবার এই ঘটনায় এলো নতুন মোড়। পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হলেন অভিযোগকারীরই স্ত্রী। আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে তাঁর সদ্য প্রাক্তন বউ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত কিশোর রূপম বল্লভের বাবার অভিযোগ, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনে এলাকায় বোমাবাজি করেছেন রূপমের মা এবং তাঁর নতুন স্বামী! এলাকারই যুবক দেবা সরকারের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রীতা। তা নিয়ে দাম্পত্য অশান্তিও কম হয়নি। সুখদেবের থেকে ডিভোর্স চান রীতা। প্রসঙ্গত বাবার কাছেই থাকেন ছেলে রূপম। সেই ছেলেকেই সরিয়ে দিতে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ আহত কিশোরের বাবার।

   

রূপমের বাবার দাবি, রীতার নতুন সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল কিশোর সন্তান। তাকে নিয়েই হয়তো দেবার সঙ্গে অশান্তিও চলছিল। তাঁর অনুমান, হয়তো আর সে কারণেই দেবার সঙ্গে হাত মিলিয়ে বোমা বিস্ফোরণের ছক কষেন। যদিও রূপমের বাবার অভিযোগের ভিত্তিতেই পুলিশ রীতাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় বিজেপি তরফে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যার নেতৃত্ব দেন লকেট চট্টোপাধ্যায়। আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত করছে।