শহরের এক হাসপাতালে মহিলা চিকিৎসককে ‘আরজি কর’ করে দেবার হুমকি!

‘আরজি কর করে দেব’ এই হুমকি দেওয়া হলো এক ডাক্তারকে। শহরের এক বেসরকারি হাসপাতালে রোগীর পরিবারের পক্ষ থেকে এক ডাক্তারকে এই হুমকি দেওয়া হয়েছে। এমনটাই…

‘আরজি কর করে দেব’ এই হুমকি দেওয়া হলো এক ডাক্তারকে। শহরের এক বেসরকারি হাসপাতালে রোগীর পরিবারের পক্ষ থেকে এক ডাক্তারকে এই হুমকি দেওয়া হয়েছে। এমনটাই হুমকি দেওয়া হয়েছে। যখন গোটা শহর শুধু নয়, গোটা বিশ্ব আরজি করের ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করছে, তখন শহরের বুকে এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে অপমানিত ওই মহিলা চিকিৎসক নিজের সহকর্মীদেরকে বিষয়টি জানান। তারপর লিখিতভাবে বিষয়টি তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ফুলবাগান থানায় এই বিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। সেই অভিযোগপত্র মারফত জানা গেছে যে ৯ সেপ্টেম্বর শ্বাসকষ্টের কারণে ভর্তি করা হয়েছিল এক রোগীকে।

   

রোগীর পুত্র এবং তার সঙ্গে আসা কিছু ব্যক্তিরা অকথ্য ভাষায় ওই চিকিৎসককে গালিগালাজ করতে থাকে। হাসপাতালের ভেতর ঝামেলাও করে তারা। তারপরই ‘আরজি কর করে’ দেবার হুমকি দেয় তারা। সূত্রের খবর, এই হুমকি দেবার পরেই পরিস্থিতি এতটাই অস্থির হয়ে যায়, হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি।

জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে ১১ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১০.৩০টা নাগাদ। হিন্দি ভাষায় আরজি কর করে দেবার হুমকি দেবার পরই আর চুপ করে বসে থাকতে পারেননি ওই চিকিৎসক। ইতিমধ্যেই এই ঘটনায় রোগীর পরিবারের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে, এই ঘটনার পরও হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই একই ধরণের ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেবার অভিযোগ উঠেছিল সেই সময়।