Loksabha election 2024:তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! ফের তপ্ত শীতলকুচি

ভোটের বাজারে ফের হিংসার ছবি ধরা পড়ল শীতলকুচিতে। ভোট মিটতেই ফের তপ্ত শীতলকুচি। বৃহস্পতিবার রাতে এক তৃণমূল নেতাক লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

sitalkuchi

ভোটের বাজারে ফের হিংসার ছবি ধরা পড়ল শীতলকুচিতে। ভোট মিটতেই ফের তপ্ত শীতলকুচি। বৃহস্পতিবার রাতে এক তৃণমূল নেতাক লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জন্য তৃণমূলের তরফে বিজেপিকে দায়ী করা হয়েছে। ভোটের পরেও এই হিংসার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। জানা গিয়েছে যে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই তৃনমূল নেতা।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম অনিমেষ রায়। শীতলকুচির লালবাজার পঞ্চায়েতেের প্রধান তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় দলের কাজেই বেরিয়েছিলেন অনিমেষ। ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন অনিমেষ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের হাসপাতালে। চলছে চিকিৎসা।

Advertisements

এই প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, “রাতে হয়েছে। তবে যে এলাকায় হয়েছে, সেখানে বিজেপির লোক রয়েছে। আমার মনে হয় বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাজ করেছে।” যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে কিছু জানা যায়নি। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, আপাতত ওই তৃনমূল নেতার অবস্থা স্থিতিশীল। গতকাল তাঁর হাঁটু লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।