ভোটের মুখে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, অভিযোগ বিজেপির দিকে

ভোটের মুখে ফের হিংসার ঘটনা ঘটল। লোকসভা ভোটের সপ্তম দফার আগে জয়নগরে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। স্থানীয়…

tmc leader was thrown bomb

ভোটের মুখে ফের হিংসার ঘটনা ঘটল। লোকসভা ভোটের সপ্তম দফার আগে জয়নগরে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করার অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্রের কোপ ও বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনার জখন বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। মঙ্গলবার রাতে এলাকায় একপ্রস্ত ভোটার স্লিপ বিলি করে এসে আবার নতুন করে ভোটার স্লিপ বিলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তপন। সেই সময়ই চার-পাঁচ জন দুষ্কৃতী এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তপনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁর দিকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এর পর ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ।

   

যদিও সব অভিযোগ বিজেপির দিকে উঠলেও বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য ও জেলার নেতা সুনীপ দাস বলেন “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।”