Loksabha election 2024: ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল নেতাকে বেধড়ক মার বিজেপির! চাঞ্চল্য তারকেশ্বর

লোকসভা ভোটের পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন দিক থেকে একে একে অশান্তির খবর পাওয়া যেতে শুরু করে। কোথাও বিজেপির এজেন্টকে বুথে বসতে…

tmc leader

লোকসভা ভোটের পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন দিক থেকে একে একে অশান্তির খবর পাওয়া যেতে শুরু করে। কোথাও বিজেপির এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ আবার কোথাও বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়ার মতো ঘটনা সামনে আসতে শুরু করে। এর মধ্যেই গুরুতর অভিযোগ পাওয়া গেল যে এক তৃণমূল নেতা বাড়ি থেকে বেরনোর সময় মারধরের অভিযোগ করেন। শুধু তাই নয়, মেরে তাঁর পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তৃণমূল নেতার নাম তাপস বেড়া। তিনি তারকেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের ১৫৬ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ করেন, তাঁর ভোট দিতে যাওয়ার সময় সময় আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের গাড়ি যাচ্চিল। হঠাৎই তাঁকে দেখে গাড়ি থামিয়ে দেন। এরপর গাড়ি থেকে বেশ কয়েকজন বিজেপির স্থানীয় কর্মী নেমে তাঁকে বেধড়ক মারধর করেন।

   

শুধু তাই নয় আরও জানা গিয়েছে যে তিনি ভোট দিতে যাওয়ার সমর বিজেপি প্রার্থীর গাড়ি থেকে বেশ কয়েকজন লোক এসেছিল। ওরা দেখিয়ে বলল এই ছেলেটা ঝামেলা করছিল। কথা শেষ করেই প্রথমে তাড়া করল। তারপর মারধর করল।

এই ঘটনায় গুরুতর জখম হন তাপস বাবু। তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের জেরে তৃণমূল বুথ সভাপতি তাপস বেড়ার পা ভেঙেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় দায় অস্বীকার করেছে তৃণমূল।