ভোট পরবর্তী অশান্তি নাকি অন্যকিছু, তৃণমূল নেতা খুনে উঠেছে হাজারও প্রশ্ন। পরিবারের অভিযোগ, ওই নিহত তৃণমূল নেতাকে মাদক মেশানো পানীয় খাইয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত জীবনতলার ৭ নম্বর গ্রামে। নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। জানা গিয়েছে তিনি ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে প্রতিবেশীর সঙ্গে বিবাদের ফলে এই খুন করা হয়েছে। টাকাপয়সা সংক্রান্ত বিবাদ থেকেই পরিকল্পনা করে রবীন্দ্রনাথকে মেরে ফেলা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে অচেতন অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। তাঁকে মত্ত অবস্থায় দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। অভিযোগের তির স্থানীয় দুই প্রতিবেশীর দিকে ।
ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধাক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। শওকত মোল্লা বলেন, “ময়না তদন্তের রিপোর্ট না এলে বলা যাবে না কীভাবে খুন হয়েছিল, কেন খুন হয়েছিল। কারণ ওর কোনও রাজনৈতিক শত্রু সেইভাবে ছিল না। খুবই ভাল ছেলে।”
ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নিহতের স্ত্রীর বক্তব্যের ভিত্তিতে আরও জানা গিয়েছে যে মৃতের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। মুখ এবং জিভ কালো হয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান যে দুই তিনজন লোক বাড়ির সামনে বাঁশ নিয়ে ঘোরাঘুরি করছিল। তাঁরাই ওনার স্বামীকে মেরে ফেলেছে বলে দাবি জানান তিনি ।