প্রবল গরম ঝলসে যাচ্ছে চারিদিক। এর মাঝে তীব্র আগুনের শিখা দেখা যাচ্ছে। ধর্মতলায় (Kolkata ) রাজভবনের কাছে ভয়াবহ আগুন। জ্বলছে বহুতল। ঘটনাস্থলে রাজ্যপাল গিয়ে নিজেই পরিস্থিতি তদারকি করেন সিভি আনন্দ বোস। মূ়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখেন।
ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন ছড়াচ্ছে। অগ্নিকাণ্ডে শরাফ হাউসের ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। আগুন নেভাতে চেষ্টা করছে দমকল কর্মীরা।
শরাফ হাউসের উপরে রান্নাঘর থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন এত ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগ প্রাণপণে চেষ্টা চালাচ্ছে। তাদের কাজের প্রশংসা করেন রাজ্যপাল। ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।