Remal Cyclone:রেমালের দাপটে দ্বিতীয় মৃত্যু, মৌসুনি দ্বীপে মৃত্যু বৃদ্ধার

রেমালের দাপটে দ্বিতীয় মৃত্যুর পাওয়া গেল মৌসুনি দ্বীপ থেকে। সোমবার সকালে গাছ ভেঙে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা নিজের বাড়িতেই…

remal cyclone hits costal area

রেমালের দাপটে দ্বিতীয় মৃত্যুর পাওয়া গেল মৌসুনি দ্বীপ থেকে। সোমবার সকালে গাছ ভেঙে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা নিজের বাড়িতেই সকালের প্রাতরাশ খেতে বসেছিলেন। সেই সময় আচমকা একটি গাছের ডাল তাঁর মাথায় ভেঙে পড়ে মৃত্যু হয়।

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে, মৌসুনি দ্বীপের বাগডাঙা এলাকার বাসিন্দা রেণুকা মণ্ডল । সোমবার সকালে তিনি ঘরের ভিতর খেতে বসেছিলেন। ওই সময়ে ঘরে আর কেউ ছিলেন না। আচমকা ঝড়ের প্রভাবে পাশের একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে। রেণুকার ঘরের অ্যাসবেসটসের চালের উপর পড়ে ওই ডালটি। তাতে চাল ভেঙে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। প্রসঙ্গত রবিবার সন্ধের পর থেকে চরম বিপর্যয়ের মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগণার বেশ কিছু অংশ। ইতিমধ্যেই একাধিক গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।

Advertisements

এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি জানিয়েছেন যে, ” বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। দুর্গতদের কাছে খাবার পাঠানোর বন্দোবস্তও করা হয়েছে।” হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, সোমবার কলকাতা বৃষ্টি চলবে। পাশাপাশি ভিজবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমও। এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ের গতি থাকতে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার।