এই বছর রাজ্যে প্রথম ডেঙ্গু (Dengu) আক্রান্তের মৃত্যু হল। ৯ বছরের শিশুকন্যার মৃত্যুর খবর পাওয়া গেল উত্তরবঙ্গ থেকে। পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই ওই ডেঙ্গু আক্রান্তের জ্বর ছিল। সেই জ্বরের প্রকোপ ক্রমশ বেড়ে চলায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের তরফে আরও জানা গিয়েছে, মৃত শিশুকন্যা শিলিগুড়ির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। সে ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিল। শনিবার ভর্তি করা হয় শহরের একটি বেসরকারী হাসপাতালে। সেখানেই ওই শিশুটির মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দফতর এবং পুরসভা এখনও স্বীকার করেনি। অন্যদিকে, শিশুটির মা জানিয়েছেন এলাকা যেন নিয়মিত পরিষ্কার করা হয়।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর, ভর্তির সময় শিশুটির রক্তে প্লেটলেট নেমে গিয়েছিল ১০ হাজারের নীচে। প্লেটলেট দেওয়া হলেও কাজে এল না কিছুই। ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই বছরের প্রথম মৃত্যু। তবে বর্ষার প্রকোপ শুরু হতেই সাবধান হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাতে মশারি টাঙিয়ে শোয়ায় পরামর্শ দিচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, বাড়িতে জল না জমার কথাও বারবার বলা হচ্ছে। গত বছরে প্রায় ২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুও হয়েছিল প্রচুর। তাই এই বছর আগেভাগেই সতর্ক হতে চাইছে প্রশাসন।