এক যুবককে নগ্ন করে গাছে বেঁধে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল ৮ যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করল ৮ যুবক। শুধু তাই নয়, ওই যুবককে নগ্ন করে মারধর করে অভিযুক্ত ৮ যুবক। মারধরের অভিঘাতে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের নাগরাকাটায় কূর্তি চা বাগান এলাকায়।
পুলিশি অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কিষান কুমহার। বছর চব্বিশের কিষানকে আট জন যুবক মিলে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। আরও জানা গিয়েছে যে, মৃত যুবকের স্ত্রী জানিয়েছেন আরও গুরুতর অভিযোগ। তাঁর কথায়, কিছুদিন আগে শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে তিনি বাপের বাড়িতে গিয়ে থাকছিলেন। গতরাতে অভিযুক্তরা প্রথমে ভগতপুর চা বাগান এলাকায় তাঁর বাপের বাড়িতে গিয়েছিল কিষানের খোঁজ করতে। সেখানে না পেয়ে তারপর কূর্তি চা বাগানে কিষানের বাড়িতে যায়। কিষানের মা জানাচ্ছেন, গতরাতে আট জন যুবক চড়াও হয়েছিলেন তাঁদের বাড়িতে। কিষানকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। তিনি বাধা দিতে গেলে, তাঁকে ধরেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি তুলেছেন পরিবারের লোকেরা।
তবে ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে। এই নৃশংস খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান পুরোনো শ্ত্রুতার জেরেই এই খুন। বাকিদের খোঁজেও চিরুণি তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।