Kolkata Police: চিৎপুরের পর ময়দান, কলকাতায় ফের ছুরিতে রক্তাক্ত যুবক

চিৎপুরের পর ময়দান। কলকাতায় (Kolkata) প্রকাশ্য রাস্তায় পেটে ছুরি মারা হল ৩৫-৪০ বছরের যুবককে। অচৈতন্য অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া ওই যুবককে। কলকাতার রাজপথে ছুরি নিয়ে…

Kolkata Police: চিৎপুরের পর ময়দান, কলকাতায় ফের ছুরিতে রক্তাক্ত যুবক

চিৎপুরের পর ময়দান। কলকাতায় (Kolkata) প্রকাশ্য রাস্তায় পেটে ছুরি মারা হল ৩৫-৪০ বছরের যুবককে। অচৈতন্য অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া ওই যুবককে।

কলকাতার রাজপথে ছুরি নিয়ে ফের খুনের চেষ্টা। গত দুদিনে দুটি ঘটনা ঘটল। চিৎপুরের পর ময়দান। কলকাতায় প্রকাশ্য রাস্তায় পেটে ছুরি মারা হল ৩৫-৪০ বছরের যুবককে। অচৈতন্য অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া ওই যুবককে।

চিত্র পুলিশ কিয়স্কের সামনে খুন করা হয় ছুরি মেরে। একইরকম ভাবে ময়দানে হামলা হলো।ময়দানে যে যুবককে পরপর ছুরি মারা হয়েছে সেটি কোনো বচসার কারণে হামলা বলে মনে করছে কলকাতা পুলিশ।

Advertisements

রক্তাক্ত ওই যুবককে উদ্ধার SSKM হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তার দেহে একাধিক জায়গায় ছুরির আঘাত রয়েছে।অবস্থা স্থিতিশীল। হামলাকারী আরও এক যুবক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে চিতপুরে কলকাতায় পুলিশ কিয়স্কের সামনে এক যুবককে অপরজন কুপিয়ে খুন করে। নিহতের নাম শেখ দুলারা। সে কাশীপুর রোড এলাকার বাসিন্দা।